টি-টোয়েন্টি মেজাজে ইনিংস শুরু তামিমের

বিডিক্রিকটাইম ডেস্কEditor
প্রকাশিত হয়েছে - 2020-02-01T09:50:22+06:00
আপডেট হয়েছে - 2020-02-01T10:26:19+06:00
চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মধ্যাঞ্চলের বিপক্ষে টি-টোয়েন্টি মেজাজে ইনিংস শুরু করেছেন তামিম ইকবাল। একাধিক বাউন্ডারিতে স্কোরবোর্ডে দ্রুতগতিতে রান জমা করে চলেছেন পূর্বাঞ্চলের বাঁহাতি এ ওপেনার।

মধ্যাঞ্চলের প্রথম ইনিংসের জবাবে দুই বল মোকাবেলার পর প্রথম দিন শেষ করেছিল পূর্বাঞ্চল। সেখান থেকে আজ আবারও ইনিংস শুরু করেছে পূর্বাঞ্চল।





পিনাক ঘোষকে সাথে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে আসা তামিম ইকবাল রান করে চলেছেন আগ্রাসী মেজাজে। এ প্রতিবেদন লেখার সময়, ১৪৫ স্ট্রাইক রেটে ব্যাট করে চলেছেন তিনি। এ মুহূর্তে ৬ চারের মারে ২০ বল থেকে ২৯ রান নিয়ে ব্যাট করছেন তামিম। তার সঙ্গী পিনাক অপরাজিত আছেন ২২ বল মোকাবেলায় ৭ রান নিয়ে।
এ প্রতিবেদন লেখার সময়, প্রথম ইনিংসে পূর্বাঞ্চলের সংগ্রহ ৭ ওভার শেষে বিনা উইকেটে ৩৬ রান।





এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে ২১৩ রানে অল-আউট হয় মধ্যাঞ্চল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান আসে সাইফ হাসানের ব্যাট থেকে। দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টা ব্যাট করে একমাত্র অর্ধশতকটি তুলে নেন এ ওপেনার। ৩৩৩ মিনিট ক্রিজে থেকে এ রান করেন তিনি। সাইফ ছাড়া তাইবুর রহমান ৪৬, সৌম্য সরকার ৩৬ ও সোহরাওয়ার্দী শুভ'র ব্যাট থেকে আসে ৩১ রান।
পূর্বাঞ্চলের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম নেন সর্বোচ্চ পাঁচটি উইকেট। ২২ ওভার হাত ঘুরিয়ে ৮ মেডেনের বিপরীতে ৫৮ রান দিয়ে এ সাফল্যর দেখা পান তিনি। তাছাড়া আবু জায়েদ রাহী ও নাঈম হাসান লাভ করেন দুটি করে উইকেট। বাকি উইকেটটি নিজের নামের পাশে যোগ করেন হাসান মাহমুদ।
মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের ম্যাচটি সরাসরি দেখুন-
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।