দেশে ফিরে মিডিয়াকে এড়িয়ে গেলেন তামিম

Rasheduzzaman RakibEditor
প্রকাশিত হয়েছে - 2017-07-12T21:49:52+06:00
আপডেট হয়েছে - 2017-07-12T21:50:20+06:00

ইংল্যান্ডের কাউন্টিতে ‘ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের’ জন্য এসেক্সের হয়ে খেলতে গিয়েছিলেন বাংলাদেশের দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আট ম্যাচ খেলার কথা থাকলেও মাত্র এক ম্যাচ খেলেই দেশে ফিরেছেন তামিম। আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তামিম ও তাঁর পরিবার। তবে আকস্মিক ফেরা নিয়ে তৈরী হওয়া ধুম্রজালের আর কোনো উত্তর দেন নি তামিম।
গতকাল (১১ই জুলাই) প্রথমে তামিমের দল এসেক্স জানায়, ব্যক্তিগত কারণেই খেলবেন না তামিম। কিন্তু দেশের শীর্ষস্থানীয় কিছু সংবাদ মাধ্যমে পরে জানানো হয়, ইংল্যান্ডে তামিম সহধর্মিনী আয়েশা সিদ্দিকার উপর দুষ্কৃতিকারীরা হামলা চালানোর চেষ্টা করার কারণেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। তবে আজ (বুধবার) নিজের ফেসবুকে পেজে এসব সংবাদকে ভিত্তিহীন দাবী করেন তামিম।
এদিকে আজ দেশে ফিরে গণমাধ্যমের সাথে কোনো কথাই বলেন নি তামিম। দ্রুতই ছেড়েছেন বিমানবন্দর।
উল্লেখ্য গত শুক্রবার (৭ই জুলাই) কাউন্টি ক্রিকেটে খেলতে
পাড়ি জমান তামিম। আট ম্যাচ খেলার চুক্তি থাকলেও আকস্মিক দেশে ফেরত আসলেন এই তারকা ক্রিকেটার।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।