██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে উজ্জ্বল রিয়াদ, রনি, ইয়াসির

দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে উজ্জ্বল রিয়াদ, রনি, ইয়াসির

প্রকাশিত হয়েছে - 2019-10-17T17:48:50+06:00

আপডেট হয়েছে - 2019-10-17T21:21:52+06:00

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ঢাকা মেট্রোর মাহমুদউল্লাহ রিয়াদ, শহিদুল এবং চট্টগ্রাম বিভাগের ইয়াসির আলী ও মাহিদুল। অন্যদিকে বল হাতে বেশ ভালো করেছেন সিলেট বিভাগের রেজাউর।
নিজের ক্যারিয়ার সেরা অবস্থানে মাহমুদউল্লাহ
বগুড়ায় ঢাকা মেট্রোপলিটনসের বিপক্ষে লড়ছে সিলেট বিভাগ। আগে ব্যাট শুরুটা ভালো করেন ঢাকা মেট্রোর দুই ওপেনার মোহাম্মদ নাইম ও রাকিন আহমেদ। দুইজনের উদ্বোধনী জুটি ভাঙেন রেজাউর। কোন রান না করেই এনামুল হক জুনিয়রের বলে আউট হন শামসুর। ৪৩ রানে ঢাকা মেট্রোর তিন উইকেট পড়লে হাল ধরেন মাহমুদউল্লাহ ও আল-আমিন।
দুজন মিলে গড়েন ৪০ রানের জুটি। আল-আমিন আউট হলেও মাহমুদউল্লাহ ঠিকই একপাশ থেকে আগলে রাখেন। তবে বল হাতে সাফল্য পান রেজাউর। সিলেটকে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দেন তিনি। ব্যক্তিগত ৬৩ রান করে আউট হন মাহমুদউল্লাহ। অবশ্য তিনি আউট হলেও রানের চাকা সচল রাখেন শহিদুল। তার করা ৫৪ রানে ভর করে ২৪৬ রান সংগ্রহ করে ঢাকা মেট্রো। সিলেটের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট লাভ করেন রেজাউর। দুইটি করে উইকেট পান এনামুল জুনিয়র ও অলক কাপালি। পরবর্তীতে ব্যাট করতে নেমে প্রথমেই উইকেট হারায় সিলেট। ইমতিয়াজকে শুন্য রানে আউট করেন আবু হায়দার। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ  ত্যাগ করেন তৌফিক। প্রথম দিন শেষে ১ উইকেট হারিয়ে ৫ রান সংগ্রহ করে সিলেট।
অন্যদিকে ফতুল্লায় মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম ও বরিশাল বিভাগের। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল চট্টগ্রামের দুই ওপেনার পিনাক ও ইরফান। দুজনের ৫৪ রানের জুটি ভাঙেন মনির। বড় স্কোর পাননি মমিনুল। মাত্র ১৫ করেই আশরাফুলের বলে আউট হন তিনি। অবশ্য ফিফটির দেখা পান ইরফান। ব্যক্তিগত ৫৭ রান করে আউট হন তিনি। ইয়াসির ও তাসামুল কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তাঁদেরকে টিকতে দেননি মনির। তবে ৫ম উইকেট জুটিতে শতরান যোগ করেছে ইয়াসির ও মাহিদুল অঙ্কন। দুইজনেই ফিফটি পেয়েছেন। প্রথম দিন শেষে ৬৮ করে ইয়াসির ও ৬৯ রান করে অপরাজিত রয়েছেন অঙ্কন।
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা মেট্রো ২৪৬ (মাহমুদউল্লাহ ৬৩, শহিদুল ৫৪, আবু হায়দার ২৫: রেজাউর ৪-৭৫) সিলেট বিভাগ ৫-১ (এনামুল জুনিয়র ৪*, তৌফিক ১*: আবু হায়দার ১-৪ চট্টগ্রাম বিভাগ ২৬১-৪ (ইরফান ৫৭, মমিনুল ১৫, ইয়াসির ৬৮*, অঙ্কন ৬৯*: মনির ২-৭০
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.