বড় আসরে নিউজিল্যান্ডের মধুর সময় চলছেই

Nader Chowdhuryক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2021-11-07T23:58:19+06:00
আপডেট হয়েছে - 2021-11-07T23:58:19+06:00
[caption id="attachment_179503" align="aligncenter" width="488"]
বড় আসর মানেই এখন কিউইদের দাপট।[/caption]
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংখ্যা আইসিসি আয়োজিত বহুজাতিক আসরে নিউজিল্যান্ডের মধুর সময় চলছেই৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে সেমিফাইনাল নিশ্চিত করার মাধ্যমে সেই মধুর সময় আরেকটু দীর্ঘায়িত করলো তারা৷ আইসিসি আয়োজিত বিভিন্ন ফরম্যাটের বিশ্বকাপে এটি তাদের টানা চতুর্থ সেমিফাইনাল৷
বিশ্ব আসরে নিউজিল্যান্ডের স্বপ্নযাত্রার শুরু সেই ২০১৫ অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজিত একদিনের বিশ্বকাপ দিয়ে৷ সেই আসরে ফাইনালে খেললেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি তারা৷
ঠিক তার পরের বছর ভারতে অনুষ্ঠিত ২০১৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে 'গ্রুপ বি' চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল খেলে নিউজিল্যান্ড৷ অবশ্য ইংল্যান্ডের কাছে সেই ম্যাচ তারা হেরে যায় ৭ উইকেটের বড় ব্যবধানে৷
[caption id="attachment_179583" align="aligncenter" width="780"]

এবার কঠিন গ্রুপে পড়েও সেমি নিশ্চিত করেছে কিউইরা।[/caption]
বৈশ্বিক আসরে সফলতার সেই ধারা কিউইরা অব্যাহত রাখে ইংল্যান্ড বিশ্বকাপেও৷ ২০১৯ একদিনের বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয় তারা৷ নাটকীয় সেই ফাইনালে ভাগ্যের মারপ্যাঁচে শিরোপা বঞ্চিত থাকতে হয় নিউজিল্যান্ডকে৷
আর সেই শিরোপা আক্ষেপ তারা মেটায় ইংল্যান্ডে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয়ের মাধ্যমে৷ ক্রিকেটের প্রাচীনতম সংস্করণের সেই প্রথম আসরে ভারতকে হারিয়ে প্রথম বৈশ্বিক কোন শিরোপার স্বাদ পায় তারা।
ইংলিশদের বিপক্ষে ফাইনালের সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এইবারের আসরেই পেয়ে যাচ্ছে নিউজিল্যান্ড৷ আগামী ১০ই নভেম্বর এইবারের আসরের প্রথম সেমিফাইনালে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে কিউইরা৷
বিশ্বকাপের খেলা সরাসরি দেখতে ক্লিক করুন এখানে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।