মুশফিক-সাকিবদের পাশে দাঁড়ালেন সুজন

মাকসুদ হকEditor
প্রকাশিত হয়েছে - 2017-02-17T05:47:55+06:00
আপডেট হয়েছে - 2017-02-17T10:51:30+06:00
গত বছরখানিক ধরেই টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের তিনটি দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে। একসঙ্গে এতগুলো দায়িত্ব সঠিকভাবে তিনি পালন করতে পারছেন কিনা সেটা নিয়েই কথা উঠছে। তবে মুশফিকের পাশেই দাঁড়াচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
বিশেষ করে
ের প্রথম টেস্ট ম্যাচে তার পারফরম্যান্সের পর প্রশ্নটা জোরালো হয়ে উঠে। এছাড়া একই টেস্টে প্রশ্ন উঠেছিল
ের আউট নিয়েও। বিসিবির অন্যতম এই পরিচালক কথা বলেছেন এই বিষয়ও।

হায়দরাবাদ টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারার স্ট্যাম্পিং মিসটা নিশ্চিতভাবেই ভুগিয়েছে টাইগারদের। গত কিছুদিন ধরে যেটা নিয়ে সমালোচনা চলছে মুশফিককে ঘিরে। তবে এবার সংবাদ কর্মীরা মুশফিকের উইকেট কিপিং নিয়ে প্রশ্ন তুলতেই কড়া জবাব দেন সুজন।
তিনি বলেন,
‘কিপিং একটা থ্যাংকসলেস জব। মুশফিক একটা ভালো কিছু করলে সেটা কিন্তু আলোচিত হয় না। কিন্তু একটা ভুল করলে সেটা বাতাসে ভাসতে থাকে। এটা বাংলাদেশের মানুষের মনে গেঁথে যাওয়া প্রবলেম। একটু খারাপ করলে অনেককে দেখি হামলে পড়তে চায়, হিংস্র হয়ে ওঠে। টকশোতে কথা বলে। কিন্তু আড়াই বছরের দারুণ সাফল্যের কথা কেউ বলে না।’
মুশফিকের দায়িত্ব কমানোর কোনো পরিকল্পনা বোর্ডের আছে কিনা? উত্তরে এ বিষয়ে সিদ্ধান্তের ভার মুশফিকের হাতেই ছেড়ে দেন সুজন, ‘ও যদি মনে করে চাপ হচ্ছে, তাহলে সে বোর্ডের সঙ্গে আলোচনা করবে। তারপর এ সিদ্ধান্ত হবে। আমার মনে হয় ও কিপিং ভালোবাসে। যতদিন পর্যন্ত উপভোগ করবে, করে যেতে পারে।’
হায়দরাবাদ টেস্টে সাকিবের ব্যাটিংয়ের ধরন নিয়ে সমালোচনার মুখে টেস্ট চলাকালীন সংবাদ সম্মেলনে সাকিব বলেছিলেন, ‘ধরন (ব্যাটিং) বদলালে আমি আর সাকিব থাকব না।’ তার এমন মন্তব্য সমালোচনার ঝড় তুললেও এখানে সাকিবের দোষের কিছু দেখছেন না সুজন।
তিনি বলেন,
‘আমার মনে হয় সাকিব যা বলেছে ঠিকই বলেছে। তবে এসব ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, পরিবেশ একটু বিশ্লেষণ করতে হবে।’ সাকিব নিজেই সব ভালো বোঝে উল্লেখ করে সুজন আরও বলেন, ‘আসলে সাকিবকে বোঝানোর কিছু নাই। ... ওর নিজস্ব গেমপ্লান থাকে। সাকিব জানে কিভাবে কী করতে হবে।’
আরও দেখুন= আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের আয়
- মাকসুদুল হক, প্রতিবেদক, বিডিক্রিকটাই্ম