সমর্থকদের প্রতি মুশফিকের দুঃখপ্রকাশ

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2020-01-17T23:27:28+06:00
আপডেট হয়েছে - 2020-01-17T23:27:28+06:00
দেশের প্রথম সারির ক্রিকেটার তিনি, তবে এর আগে কখনোই বিপিএলের ফাইনালে খেলা হয়নি। এবার ফাইনালে উঠেও জুটল পরাজয়। মুশফিকুর রহিমের ভক্তরা তো বটেই, বঙ্গবন্ধু বিপিএলে খুলনা টাইগার্সকেও যারা সমর্থন করছিলেন; দলের হারে তারাও হতাশ। আর তাই সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন মুশফিক।

ভবিষ্যতে কখনো ফাইনালে উঠলে আজকের আক্ষেপ নিশ্চয়ই দূর করতে চাইবেন মুশফিক। ম্যাচ শেষে আনুষ্ঠানিক আলাপচারিতায়ও সেই প্রত্যয়।




মুশফিক বলেন-
'সমর্থকদের প্রতি দুঃখপ্রকাশ করছি। আবারো কখনো ফাইনালে উঠলে আমি অবশ্যই ভালো করা চেষ্টা করব। পুরো আসর জুড়ে অনেক স্মৃতি জড়ো করেছি। আশা করব পরেরবারও করব, ভালো দল নিয়ে চ্যাম্পিয়ন হব।'





এক মাসেরও বেশি সময়ব্যাপী বিপিএল শেষে মুশফিক ধন্যবাদ জানান সতীর্থ ও কোচিং স্টাফদের। তবে তার অভিমত- বল হাতে শেষদিকে ভালো করতে না পারাতেই ম্যাচে ফলাফল এসেছে নিজেদের বিপক্ষে।
মুশফিক বলেন,
'সতীর্থদের ধন্যবাদ, দেড় মাস সবাই বিপিএলে খেলেছি। ফাইনালে ভালো ম্যাচ প্রত্যাশা ছিল। যদিও আমরা হেরে গেছি। যদিও ওদের ১৫-২০ রান কমেই আটকে রাখতে পারতাম, হয়ত ফল আমাদের পক্ষে আসত। ১৬ ওভার পর্যন্ত আমরা ভালো বল করেছি। এরপর ক্যাচ ড্রপ আর বেশি রান দেওয়ার মাশুল গুনতে হয়েছে।'
'একাদশের ৭ জনই দেশি খেলোয়াড়, তাই স্থানীয় ক্রিকেটারদের ভালো করা আবশ্যক। বিদেশি ক্রিকেটাররাও ভালো পারফর্ম করেছে। তবে ফাইনালে আমরা যথেষ্ট ভালো করতে পারিনি। সতীর্থ ও কোচিং স্টাফদের ধন্যবাদ দিতে চাই, টুর্নামেন্টজুড়ে অনেক অবদান রেখেছে সবাই।'
- বলেন মুশফিক।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।