সাইফউদ্দিনকে দলে নিতে চেয়েছিল চেন্নাই সুপার কিংস

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2020-08-08T03:53:08+06:00
আপডেট হয়েছে - 2020-08-08T03:53:08+06:00
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয় দল চেন্নাই সুপার কিংস দলভুক্ত করতে চেয়েছিল বাংলাদেশি অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। তবে সাইফউদ্দিনের চোট তাকে এই সুযোগ থেকে ছিটকে দেয়। সম্প্রতি এমন দাবিই করেছেন তরুণ এই ক্রিকেটার।

বিডিক্রিকটাইম এর লাইভ আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত সাইফউদ্দিন জানান, ঢাকা প্লাটুনের কম্পিউটার বিশ্লেষক হিসেবে কাজ করতে আসা লক্ষ্মী নারায়ণই সাইফউদ্দিনকে চেন্নাইয়ে খেলার সুযোগ করে দিয়েছিলেন। লক্ষ্মী নারায়ণ চেন্নাই সুপার কিংসের কম্পিউটার বিশ্লেষক হিসেবে কাজ করে খ্যাতি পেয়েছেন।




শুধু চেন্নাই-ই নয়, সাইফউদ্দিনের ব্যাপারে আগ্রহী ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষণও। সাইফউদ্দিন বলেন,
'আইপিএলে খেলা তো স্বপ্ন- বলাই যায়। লর্ডসে শেষ ম্যাচ (পাকিস্তানের বিপক্ষে ২০১৯ বিশ্বকাপে) খেলি তখন ভিভিএস লক্ষণ এসেছিলেন আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করার জন্য। আমাদের (বাংলাদেশ জাতীয় দল) কম্পিউটার বিশ্লেষণ তো ভারতীয়- শ্রীনিবাস চন্দ্রশেখরন। সানরাজার্স হায়দরাবাদে কাজ করে। শ্রীনিবাসের কাছে লক্ষণ জানতে চেয়েছিলেন- "ও (সাইফউদ্দিন) কেমন হবে।" সাজানো সবকিছুকে নষ্ট করে দিয়েছে আমার ইঞ্জুরি।'
লক্ষ্মী নারায়ণ মহেন্দ্র সিং ধোনির কাছে সাইফউদ্দিনের বোলিংয়ের ভিডিও পাঠিয়েছিলেন। তবে গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চোটের কারণে মাঠেই নামা হয়নি সাইফউদ্দিনের। এই চোটই তাকে আইপিএলে খেলার সুযোগ থেকে ছিটকে দেয়।





সাইফউদ্দিন বলেন,
'প্রায় একটা সুযোগ সৃষ্টি হয়ে যেত। শুনছিলাম আমাকে নিয়ে চেন্নাই আলোচনা করছিল। লক্ষ্মী আমাদের (ঢাকা প্লাটুন) ভিডিও বিশ্লেষক ছিল। ও আমাকে বলেছিল- "ধোনি তোমার ব্যাপারে কথা বলেছে।" আমি বলেছি, "তোমরা সবকিছু করো, শুধু আমাদের বাংলাদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে অ্যালার্জি।" সে বলল, "দেখো দেখো, আমি মিথ্যা বলছি না"। আমি বলেছিলাম, "এসব দিয়ে লাভ নেই। আমাদের বড় ভাই-ভাই, কিন্তু আমাদের পেছন দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতও হয়।" পরে বলল, "তোর ব্যাপারে যে ধোনির সাথে কথা বলেছি এই দেখ, বোলিং ভিডিও পাঠিয়েছি, তুই তো আমাকে বিশ্বাস করলি না।" পরে দেখলাম ধোনি আমার বোলিং ভিডিও দেখে বলেছে, "ঠিক আছে।" ওদের পরিকল্পনা ছিল আমাকে নেওয়ার। কিন্তু চোটের কারণে যেহেতু খেলার বাইরে ছিলাম, তাই আর পরে আগ্রহ দেখায়নি। এরপর জশ হ্যাজলউডকে ডাকে।'
আক্ষেপ পুষে সাইফউদ্দিন বলেন,
'আসলে আমার ভাগ্যটা এমনই। বয়সভিত্তিক থেকেই। কখনো প্রথমবারেই আমি সফল হইনি। এটা আমার জন্য অনেক ভালো। কোনো কিছু তাড়াতাড়ি পেয়ে গেলে এর মূল্যটা বুঝবো না।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।