সামারাবীরার কাছ থেকে বোলিংয়ের টোটকা নিচ্ছে নিউজিল্যান্ড

বিডিক্রিকটাইম স্টাফ Editor
প্রকাশিত হয়েছে - 2021-08-30T12:40:06+06:00
আপডেট হয়েছে - 2021-08-30T12:53:03+06:00
বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ থিলান সামারাবীরা এখন নিউজিল্যান্ডের কোচিং প্যানেলে। বাংলাদেশের মত নিউজিল্যান্ডেও তিনি ব্যাটিং ইউনিট দেখভালের দায়িত্বে। তবে একইসাথে সাবেক এই ব্যাটসম্যান শেখাচ্ছেন নিউজিল্যান্ডের বোলারদেরও।
[caption id="attachment_169236" align="aligncenter" width="700"]

এবার নিউজিল্যান্ডের কোচ হয়ে বাংলাদেশে সামারাবীরা।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
বাংলাদেশ সফরে কিউইরা পাঠিয়েছে দ্বিতীয় সারির দল। বাংলাদেশে খেলার অভিজ্ঞতা নেই, এমন ক্রিকেটারদের জন্য বড় ভরসা হয়ে উঠেছেন সামারাবীরা। নিজে খেলেছেন শ্রীলঙ্কার হয়ে, এরপর দীর্ঘ সময় কোচিং করিয়েছেন বাংলাদেশকে। উপমহাদেশের বৈচিত্র্যময় উইকেটের হালহকীকত ভালো করেই জানা আছে তার।
সামারাবীরা তাই দলের বোলারদেরও আস্থার জায়গা হয়ে উঠেছেন। বাংলাদেশ সফরের পর কিউইরা যাবে পাকিস্তানে। দলের ২৩ বছর বয়সী কিউই পেসার বেন সিয়ার্স জানান, সামারাবীরার কাছ থেকে উপমহাদেশের উইকেটে বল হাতে সাফল্যের টোটকা নিচ্ছেন তারা।
তিনি বলেন,
'তার মত একজনের সাথে থাকা দারুণ। টেস্টে তার গড় ৪৮। তার কাছ থেকে যা যা জানা যায় জানার চেষ্টা করছি।'
খেলোয়াড়ি জীবনে সামারাবীরা ছিলেন ব্যাটসম্যান। কোচিং পেশাকেও বেছে নিয়েছেন ব্যাটিং কোচ হিসেবে। বল হাতে দলে একটুআধটু যা অবদান রাখতেন তা পার্ট টাইম বোলার হিসেবে। তিনি নিজেও হয়ত কখনও ভাবেননি, ব্যাটিং কোচ হয়েও বোলারদের এতটা উপকারে আসবেন!
মিরপুরের রহস্যে ঘেরা উইকেটে খেলার আগে সামারাবীরার নগণ্য বোলিং অভিজ্ঞতাই 'প্রাচুর্য' হয়ে ঠেকছে নিউজিল্যান্ডের বোলারদের কাছে। সিয়ার্স বলেন,
'সে ব্যাটসম্যান, কিন্তু আমাকে বলেছে সে ব্রায়ান লারাকে আউট করেছিল। সে হয়ত একজন পার্ট টাইম বোলার ছিল, কিন্তু তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।