সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দে বিডিক্রিকটাইম

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2017-06-19T21:28:59+06:00
আপডেট হয়েছে - 2017-06-20T13:35:47+06:00

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করেছে বিডিক্রিকটাইম পরিবার। আরদ্রিদ এবং থার্ড হ্যান্ড
ভলান্টিয়ার গ্রুপ-এর যৌথ সহায়তায় সোমবার রাজধানীর মিরপুর কমিউনিটি সেন্টারে শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, জনপ্রিয় অভিনেত্রী ইশিকা খান, বিডিক্রিকটাইম-এর সিইও জাবেদ আলী শাওন, সিনিয়র কন্ট্রিবিউটর আবেদা আশরাফ-সহ বিডিক্রিকটাইম ও থার্ড হ্যান্ড বাংলাদেশ ভলান্টিয়ার-এর সদস্যরা।
ঈদ আনন্দ অনুষ্ঠানে মোট ১০০ জন শিশুকে ঈদ উপহার দেওয়া হয়। তার মধ্যে প্রায় ৩০ জন শিশুই ছিল প্রতিবন্ধী। ঈদ উপহার পেয়ে তাদের চোখেমুখে দেখা দেয় খুশির ঝিলিক।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জাভেদ ওমর বেলিম বলেন,
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।'সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকতে পেরে সবসময়ই ভালো লাগে। তাদের মুখে হাসি ফোটানোর জন্য বিডিক্রিকটাইম এবং থার্ড হ্যান্ড বাংলাদেশ দারুণ উদ্যোগ নিয়েছে। আমি সবার প্রতি আহ্বান করছি- এসব শিশুদের পাশে থাকুন। ঈদ আনন্দ হোক আমাদের সবার জন্য।'
অভিনেত্রী ইশিকা খান বলেন,
'সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের জন্য কিছু করতে পারাতেই আমাদের ঈদের আনন্দ পরিপূর্ণতা পাবে। তাই আমাদের সকলেরই উচিত এমন কাজে এগিয়ে আসা। আয়োজকদের দারুণ কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছি।'
এমন কাজে নিজেদের সংশ্লিষ্ট করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন বিডিক্রিকটাইমের সিইও মোঃ জাবেদ আলী শাওন। তিনি বলেন,
'ঈদ মানেই আনন্দ এবং এই ঈদ সকলের জন্য। আমাদের উচিত সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে এসে সবাই দাঁড়াক আমরা এটাই চাই।'
একনজরে অনুষ্ঠানের কিছু ছবি-
[gallery ids="23671,23670,23669,23668,23667,23666,23664,23662,23661,23660,23659,23658,23657,23656,23663,23665"]
- সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম