সোনা নিয়ে বিপাকে ক্রুনাল

বিডিক্রিকটাইম স্টাফ Editor
প্রকাশিত হয়েছে - 2020-11-13T11:38:57+06:00
আপডেট হয়েছে - 2020-11-13T11:38:57+06:00
নিজের সাথে থাকা সোনা নিয়ে বিপাকে পড়েছেন ভারতীয় ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়া। 'অবৈধ' সোনার কারণে ক্রুনালকে বিমানবন্দরে আটকানোও হয়। বিমানবন্দরে ক্রুনালকে জেরার মুখেও পড়তে হয়।
[caption id="attachment_141837" align="aligncenter" width="761"]

মুম্বাইয়ের হয়ে শিরোপা জেতা ক্রুনাল বিপাকে পড়েছেন বেশি ওজনের সোনার কারণে। ফাইল ছবি
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্সের সদস্য ক্রুনাল। এবারের আইপিএলের ভেন্যু ছিল সংযুক্ত আরব আমিরাত। আইপিএল শেষ করে নিজ দেশ ভারতে ফিরছিলেন তিনি।
দুবাই থেকে নিজ দেশের বিমানে ঠিকঠাকই চেপে বসেছিলেন। বিপত্তি বাঁধে মুম্বাই পৌঁছানোর পর। ক্রুনালকে আটকানো হয় মুম্বাই বিমানবন্দরে। সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরার সময় ক্রুনালের সাথে বাড়তি স্বর্ণ ও মূল্যবান জিনিসপত্র রয়েছে- এই সন্দেহে তাকে ভারতের রাজস্ব বিভাগের কর্তারা জিজ্ঞাসাবাদ করেন।
ডিরেক্টরেট অব রেভিনিউ ইনটেলিজেন্সের (ডিআরআই) কর্মকর্তারা ক্রুনালের কাছে প্রচুর সোনা ও দামি জিনিসপত্র পান, যা বহন করা হয়েছে অবৈধভাবে। নিয়ম অনুযায়ী, দুবাই থেকে ভারতে আসতে পুরুষ যাত্রীরা সর্বোচ্চ ২০ গ্রাম সোনা বহন করতে পারবেন। অর্থাৎ, এর মূল্য কোনোক্রমেই ৫০ হাজার রুপির বেশি হবে না। ক্রুনালের কাছে থাকা সোনার ওজন ছিল ২০ গ্রামেরও বেশি।
বাড়তি সোনা সাথে থাকায় ক্রুনালকে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। আটকানোর পর আলাদাভাবে জেরা করলেও তারকা এই ক্রিকেটার অবশ্য ছাড়া পেয়েছেন। তবে বাড়তি ওজনের সোনা বহনের জন্য বিমানবন্দরে বিপাকে পড়ার খবর ফলাও করে প্রচার করা হয়েছে ভারতের গণমাধ্যমে।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।