ওয়ানডে সিরিজের বাকি অংশে খেলা হচ্ছে না হাসারাঙ্গার
সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন হাসারাঙ্গা।

ওয়ানডে সিরিজের বাকি অংশে খেলা হচ্ছে না হাসারাঙ্গার
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-08-04T14:48:41+06:00
আপডেট হয়েছে - 2024-08-04T14:48:41+06:00
একের পর এক চোটে যেন বিপর্যস্ত হয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে এবার চোটে পড়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সিরিজের বাকি অংশে খেলা হচ্ছে না তার। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ওয়ানিন্দু হাসারাঙ্গা। ছবি : গেটি ইমেজস
প্রথম ওয়ানডে নিজের ১০ম ওভারের শেষ বলটি করতে গিয়ে বাম হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন হাসারাঙ্গা। হ্যামস্ট্রিংয়ের এই চোটই তাকে ছিটকে দিয়েছে সিরিজের বাকি দুই ওয়ানডে থেকে। এমআরআই করানোর পর হাসারাঙ্গার চোটের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। কিছুদিন আগেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়েছেন হাসারাঙ্গা।
হাসারাঙ্গার বদলি হিসেবে বাকি দুই ওয়ানডের জন্য স্কোয়াডে ডাকা হয়েছে জেফরে ভ্যান্ডারসেকে। ২২ ওয়ানডের ক্যারিয়ারে ভ্যান্ডারসের উইকেট ২৭টি। বোলিং গড় ৩১.৪৪। ওয়ানডেতে ভারতের বিপক্ষে একবারই খেলার সুযোগ হয়েছে তার। সেই ম্যাচে উইকেটশুন্য ছিলেন ভ্যান্ডারসে।
শ্রীলঙ্কার জাতীয় দলে লম্বা সময় ধরেই নিয়মিত মুখ হাসারাঙ্গা। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও বল হাতে উজ্জ্বল ছিলেন তিনি। ৫৮ রান খরচায় ৩ উইকেট শিকার করে ফিরিয়েছেন বিরাট কোহলি, লোকেশ রাহুল, কুলদীপ যাদবকে। ব্যাট হাতে দুই ছক্কা এবং ১ চারে ২৪ রানের কার্যকরী এক ইনিংসও খেলেছেন হাসারাঙ্গা। প্রত্যাবর্তনের অসাধারণ গল্প লিখে সিরিজের প্রথম ওয়ানডেটা টাই করে শ্রীলঙ্কা।
ভারত সিরিজ থেকে এখনও পর্যন্ত চোটের কারণে ছিটকে গেছেন দুশমন্থ চামিরা, নুয়ান থুসারা, দিলশান মাদুশাঙ্কা, মাথিশা পাথিরানা, বিনুরা ফার্নান্দো। এবার সেই তালিকায় যুক্ত হলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
৪ আগস্ট কলম্বোতে মাঠে গড়াবে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।