
কঠিন সময়ে এমন জয় শান্তর কাছে ‘স্বস্তির’
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-11-10T03:49:07+06:00
আপডেট হয়েছে - 2024-11-10T03:49:07+06:00
টানা হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশ দল অবশেষে পেয়েছে জয় নামক সোনার হরিণের দেখা। দুর্দান্ত ক্রিকেটে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এমন জয় স্বাভাবিকভাবেই স্বস্তির হাওয়া বইয়ে দেওয়ার কথা টাইগার শিবিরে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
আফগানদের উড়িয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছেও এই জয় স্বস্তির। তবে এখান থেকেও আরও উন্নতির জায়গা দেখছেন শান্ত। মাঠের ক্রিকেটে দলকে দেখতে চান আরও ক্ষুরধার।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘বেশ কিছু জায়গায় চিন্তা করতে হবে। আজকে যেভাবে সবাই কাজে লাগিয়েছে প্ল্যান, তবে আমি মনে করি আমরা এর থেকেও ভালো দল। স্বস্তির জায়গা অবশ্যই, সিরিজ শেষ হয়নি। পরের ম্যাচে আবার কীভাবে প্ল্যান করে আসতে পারি এটা জরুরি ব্যাপার।’
কঠিন সময়ে এমন জয়ে খুশি শান্ত, ‘আমার মনে হয় খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। ক্রিকেট খেলাটা মোমেন্টামের ব্যাপার। মোমেন্টামের জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা বলব না, কষ্ট করছিলাম আসলে যেন আমরা মোমেন্টামটা পাই। আলহামদুলিল্লাহ আগের দিন আমরা যেরকম প্ল্যানটা করেছি সবাই সেটা মাঠে কাজে লাগিয়েছে। ১০০% দেওয়ার চেষ্টা করেছে। এখানে আরও উন্নতির জায়গা আছে। যে প্ল্যান ছিল তার খুব কাছাকাছি সফল হতে পেরেছি।’
সর্বশেষ পাকিস্তান সফরটা বাংলাদেশের জন্য ছিল সোনায় মোড়ানো। তবে এরপর থেকেই যেন শুরু খারাপ সময়। ভারত সিরিজে টেস্ট এবং টি-টোয়েন্টি মিলিয়ে ৫ ম্যাচের সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজে দুই টেস্টের দুইটিতেই বেশ বাজেভাবে হারে টাইগাররা। এরপর এই আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচেও জেতার মত অবস্থায় থেকে হেরে যায় বাংলাদেশ। সব মিলিয়ে টালমাটাল, বিধ্বস্ত, ধুঁকতে থাকা এক দল অবশেষে খুঁজে পেয়েছে কক্ষপথ। দলে এখন বইছে স্বস্তির সুবাতাস।
খারাপ সময়ের বিষয়টি স্বীকার করে নিয়ে শান্ত জানান, ‘কঠিন ছিল আসলে গত কয়েক ম্যাচে আমরা যেভাবে খেলছিলাম সব মিলে খুব একটা ভালো অবস্থানে ছিলাম না। যেভাবে আজকে সবাই কামব্যাক করেছে। বিশ্বাস রেখেছে যে আমরা ভালো করতে পারি। সবাই সবার প্রসেস ঠিক রেখেছে। কঠিন ছিল তবে সবার বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা ভালো ভাবে শেষ করতে পারি। সবচেয়ে ভালো লেগেছে আগের দিন যে প্ল্যানটা করেছি সবাই সেখানে ছিল। খুবই খুশি যে সবাই প্রসেসটা ফলো করেছে।’
টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজের দুই ম্যাচেই টসে জেতা দল নিয়েছে ব্যাটিং,
ম্যাচও জিতেছে। টস জিতলেই ম্যাচ জেতা হয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে শান্ত
বলেন, ‘না এটা (টস) নিয়ে আমার মনে হয় খুব বেশি চিন্তা করা উচিত না। কারণ এটা হাতে
নেই। আমরা যেরকম দল, সেরকম ভালো করছি না হয়ত তবে আমাদের
যেরকম সামর্থ্য রয়েছে। আসলে টসটা খুব বেশি ম্যাটার করবে বলে মনে হয় না। আমাদের
বোলিং বিভাগ আছে, আমরা যদি তাদের কম রানে আটকে দেই তাহলে
চেইজ করার সেই সামর্থ্য রয়েছে। শুধু সেই আত্মবিশ্বাসটা দরকার, নিজেদের মধ্যে বিশ্বাসটা দরকার যে যেকোনো অবস্থা থেকে আমরা জিতব।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। প্রথম ম্যাচে আফগানিস্তানের জয়ের পর দ্বিতীয় ম্যাচে জিতল বাংলাদেশ।সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে আগামী ১১ নভেম্বর।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।