Scores

খেলা হচ্ছে না তামিমের, অপেক্ষা সাকিবের জন্য

উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তামিম ইকবাল খানের!এদিকে ইনজুরিতে থাকা আরেক ক্রিকেটার সাকিব আল হাসানের জন্য করতে হবে অপেক্ষা!

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের দুই গুরুত্বপূর্ণ সদস্য সাকিব আল হাসান ও তামিম ইকবাল। প্রথম ম্যাচেই ছিঁটকে গিয়েছিলেন তামিম। অন্যদিকে সেমি-ফাইনালের আগে হাতের অবস্থা বেশি খারাপ হওয়ায় দেশে ফিরে আসতে হয় সাকিবকে। এরপর চিকিৎসকের পরামর্শেই পূনর্বাসন শুরু করেন এই দুই ক্রিকেটার। ইনজুরির এই সময়ে মিস করেন জিম্বাবুয়ে সিরিজ। পুরো সিরিজেই দলে ছিলেন না তামিম-সাকিব।

এদিকে উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই তামিমের ফেরার ভালো সম্ভাবনা তৈরী হয়। কিন্তু বাঁহাতের ইনজুরির পুনর্বাসনের অংশ হিসেবে ধীরে ধীরে অনুশীলন চালিয়ে যাওয়া তামিম মঙ্গলবার (১৩ নভেম্বর) একাডেমি মাঠে অনুশীলনের সময় সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েন। যার ফলে শঙ্কা তৈরী হয় তামিমের খেলা নিয়ে।

Also Read - শনিবার এশিয়ার ক্রিকেটের প্রধানের আসনে বসছেন পাপন

২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-উইন্ডিজ প্রথম টেস্ট। সেই টেস্টে খেলা হচ্ছে না তামিমের। এটা প্রায় নিশ্চিত। অন্যদিকে সাকিব খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়!তার জন্য আরও একদিন সময় নিচ্ছে ক্রিকেট বোর্ড। আজ দল ঘোষণা করার কথা থাকলেও তা করা হয়নি।

জানা গেছে, আগামীকাল (১৭ নভেম্বর) দল ঘোষণা করলেও একটি জায়গা ফাঁকা রাখা হতে পারে। ১৮ নভেম্বর উইন্ডিজের সাথে দুই দিনের অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ। সে ম্যাচে কেউ ভালো করলে সুযোগ পেতে পারেন উইন্ডিজ সিরিজের স্কোয়াডে।

এদিকে দল ঘোষণা নিয়ে বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু প্রথম আলোকে জানিয়েছেন, “আমাদের কোনো তাড়াহুড়ো নেই। মাত্রই একটা সিরিজ শেষ হলো। আশা করি কাল টেস্ট দল ঘোষণা করতে পারব। তামিমের খেলা অনেকটাই অনিশ্চিত। সাকিবেরটা এখনো বলা যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের টেস্ট দল হয়তো কালই জানতে পারবেন।”

[আরও পড়ুনঃ আইপিএলে খেলতে হলে অজিদের সামনে তিন শর্ত]

 

Related Articles

জন্মদিনে সতীর্থদের ভালোবাসায় সিক্ত তামিম

সবদেশের বিপক্ষে তামিমের সেরা ইনিংসগুলো

“স্বপ্নে দেখেছি, বাইকে করে ওরা গুলি করছে’

“অনেকেই ভয়ে নামাজের টুপি খুলে ফেলে”

সাংবাদিকদের প্রতি তামিমের কৃতজ্ঞতা