██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

জাতীয় দলে ফেরার আশা ছাড়ছেন না বেয়ারস্টো

কাউন্টিতে ভালো করে ফেরার আশায় বেয়ারস্টো।

জাতীয় দলে ফেরার আশা ছাড়ছেন না বেয়ারস্টো

জাতীয় দলে ফেরার আশা ছাড়ছেন না বেয়ারস্টো

প্রকাশিত হয়েছে - 2025-03-27T15:17:58+06:00

আপডেট হয়েছে - 2025-03-27T15:17:58+06:00

লম্বা সময় ধরে ইংল্যান্ড জাতীয় দলের বাইরে আছেন জনি বেয়ারস্টো। একসময় তিন ফরম্যাটের নিয়মিত মুখ বেয়ারস্টো এখন দলে নেই কোনো ফরম্যাটেই। কাউন্টি ক্রিকেটে নতুন মৌসুম শুরুর আগে বেয়ারস্টো জানিয়েছেন, জাতীয় দলে ফেরার আশা এখনও আছে তার, না থাকাটাই বরং হবে নির্বোধের মত কাজ (স্টুপিড)। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

জনি বেয়ারস্টো।
টেস্টে বেয়ারস্টোর বদলে জেমি স্মিথকে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলাচ্ছে ইংল্যান্ড। টেস্ট ক্যারিয়ারে দুর্দান্ত শুরু পেয়ে দলে নিজের জায়গাটা পাকা করে ফেলেছেন জেমি। মাঝে পারিবারিক কারণে জেমি না থাকায় জর্ডান কক্সকে কিপার হিসেবে দলে নিয়েছিল ইংল্যান্ড। পরে কক্সের চোটে কপাল খুলেছিল আরেক কিপার অলিভার রবিনসনের। মাঝে সহ-অধিনায়ক ওলি পোপও কিপিং করেছেন। তবুও বেয়ারস্টোকে দলে ফেরায়নি ইংল্যান্ড।

 

সাদা বলের ক্রিকেটেও নিয়মিত হওয়ার পথে জেমি স্মিথ। এর আগে জস বাটলার কিপিং ছাড়ার পর সাদা বলে কিপিংয়ের দায়িত্ব সামলেছেন ফিল সল্টও। কোনো ফরম্যাটেই এখন আর ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টের চিন্তায় নেই বেয়ারস্টো। তবে ব্রেন্ডন ম্যাককালামের অধীনে ‘বাজবল’ ক্রিকেটের সূচনালগ্নে ইংল্যান্ডের নিয়মিত মুখ ছিলেন বেয়ারস্টো, সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাজবলের মাঠের ক্রিকেটকে, নিজের আগ্রাসী মেজাজের ব্যাটিং দিয়ে। সেই ম্যাককালাম এখন তিন ফরম্যাটেই প্রধান কোচের দায়িত্বে। তবুও সুযোগ মিলছে বেয়ারস্টোর।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।ক্রিকেটের সব ব্রেকিং নিউজ পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে

 

দলে না থাকলেও কেন্দ্রীয় চুক্তিতে আছেন বেয়ারস্টো। আগামী অক্টোবর পর্যন্ত আছে চুক্তির মেয়াদ। সে কারণেই আশাহত হতে চান না তিনি। কাউন্টি শুরুর আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বেয়ারস্টো বলেছেন, ‘অবশ্যই (দলে ফেরার আশা করা বাস্তবসম্মত), কারণ আমি এখনও চুক্তিবদ্ধ। আশা না করাটাই হবে নির্বোধের (স্টুপিড) মতো। সবকিছুর মূল ব্যাপারটাই হলো ইংল্যান্ডের হয়ে খেলার চেষ্টা করা। গোটা দলের জন্যই সেটি চ্যালেঞ্জ। সবাই চাই সামনে এগিয়ে যেতে এবং এটা (ইংল্যান্ডের হয়ে খেলা) করতে।’

 

বেয়ারস্টো আরও বলেন, ‘আমাকে দুই বছরের চুক্তিতে রাখা হয়েছিল, সেখানে তো আমার দায় নেই। আমি শুধু সেই আবহেই থাকতে চাই। প্রাক-মৌসুমে আমি ইয়র্কশায়ারে ছিলাম এবং যা কিছু করা সম্ভব, সব করেছি। ইয়র্কশায়ারে হয়ে প্রাক-মৌসুমের কাজ করেছি, ইয়র্কশায়ারের হয়ে মৌসুম শুরুর প্রস্তুতি নিচ্ছি, ড্রেসিংরুমে সবার জন্য সেরাটা দিতে এগিয়ে যাচ্ছি এবং দেখতে মুখিয়ে আছি, দল হিসেবে কোনটি আমাদের জন্য সেরা। বাকিটা পুরোপুরি আমার নিয়ন্ত্রণের বাইরে। সেসব আমার ব্যাপার নয়। আমি বন্দুক লোড করতে পারি, ট্রিগার তো টানতে পারব না। অপেক্ষা করে দেখতে হবে এটা নিয়ে।’

 

সামনে ২২ মে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট আছে ইংল্যান্ডের। এরপর ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এরপর অস্ট্রেলিয়া সফরে আছে অ্যাশেজও। ভারতের বিপক্ষে বেয়ারস্টোর রেকর্ড বেশ ভালো। অস্ট্রেলিয়ার মাটিতেও দুটি সেঞ্চুরি আছে তার। এই দুই গুরুত্বপূর্ণ সিরিজে খেলতে মুখিয়ে আছেন বেয়ারস্টো।

 

তার মতে, ‘এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ এক গ্রীষ্ম। ভারত আসছে সফরে, এরপর অস্ট্রেলিয়া (সফর) আছে। এই দুই দলের বিপক্ষে আমার পরিসংখ্যান বেশ ভালো, বিশেষ করে ইংল্যান্ডে ও অস্ট্রেলিয়ায়অস্ট্রেলিয়ায় সর্বশেষ দুটি সফর ভালো কেটেছে আমার। ভারত যখন সর্বশেষ এখানে এসেছিল, খুব একটা খারাপ করিনি আমি। এবারও দেখা যাক, কী হয়। আমার প্রথম ও মূল কাজ হলো ইয়র্কশায়ারের হয়ে মনোযোগ দেওয়া, মৌসুমের শুরুটা যেন আমরা ভালো করতে পারি। বাকিটা পরিস্থিতির ওপরই ছেড়ে দেব।’


কিছুদিন আগে করা দ্যা ডেইলি মেইল এর এক প্রতিবেদন অনুযায়ী, ইয়র্কশায়ারকে লাল বলে নেতৃত্ব দেবেন বেয়ারস্টো। বেশ কিছুদিন আগে থেকে এ ব্যাপারে আলোচনা চললেও পিএসএল এবং আইপিএলে বেয়ারস্টোর অংশ নেওয়ার সম্ভাবনার কারণে সিদ্ধান্ত চূড়ান্ত করতে সময় নিয়েছে দুই পক্ষ।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.