টি-টোয়েন্টিতে ‘৫০০’ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন রশিদ খান
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৬১৪ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। এলিট ক্লাবে রয়েছে সাকিবের নামও।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-01-23T23:55:49+06:00
আপডেট হয়েছে - 2023-01-23T23:55:49+06:00
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন আফগানিস্তান দলের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান। দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ‘৫০০’ উইকেট পেয়ে রেকর্ড তাঁর।
টি-টোয়েন্টিতে-৫০০-উইকেটের-ক্লাবে-রশিদ
লেগ স্পিনার হিসেবে পুরো ক্রিকেট বিশ্বে নাম রয়েছে রশিদের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে এমন কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই যেখানে রশিদ খেলেননি। বিপিএল, আইপিএল, সিপিএল, বিগ ব্যাশ কিংবা সদ্য শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ।
টি-টোয়েন্টিতে তাঁকে রহস্যময় বোলার হিসেবে চেনে সবাই। এই রশিদই নতুন এক মাইলফলক করলেন। মাত্র ২৪ বছর বয়সেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে মুম্বাই ইন্ডিয়ান্স কেপ টাউনের হয়ে খেলছেন তিনি। সোমবার কেপ টাউনের প্রতিপক্ষ ছিল প্রেটোরিয়া ক্যাপিটালস। ইনিংসের ১৫তম ওভারে ফরচুইনকে বোল্ড করে এই মাইলফলক স্পর্শ করেন রশিদ।
অবশ্য দিনটিই ছিল রশিদের। বল হাতেও ছিলেন উজ্জ্বল। প্রেটোরিয়ার বিপক্ষে চার ওভার বোলিং করে মাত্র ১৬ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। ফরচুইন বাদেও পেয়েছেন রাইলি রুশো ও কুশল মেন্ডিসের উইকেট।
টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক ব্রাভো। ৫২৬ ইনিংসে বল হাতে ৬১৪ উইকেট নিয়েছেন তিনি। ব্রাভোর পরের স্থানই রশিদের (৫০০)। তৃতীয়তে আছেন সুনীল নারাইন। ৪২৭ ইনিংসে তাঁর উইকেটসংখ্যা ৪৭৪।
নারাইনের পরেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। তাঁর উইকেটসংখ্যা ৪৬৬। পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৩৮২ ইনিংসে উইকেট নিয়েছেন ৪৩৬টি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।