দক্ষিণ আফ্রিকা দলে ফেরা প্রসঙ্গে হেড কোচের সঙ্গে আলোচনায় ডু প্লেসি
টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছেন ফাফ ডু প্লেসি। তাঁর এমন ফর্ম দেখে মনে প্রশ্ন জাগতেই পারে আদৌ কী জাতীয় দলে ফিরতে পারবেন পারবেন ডু প্লেসি!

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-05-19T17:13:39+06:00
আপডেট হয়েছে - 2023-05-19T17:14:02+06:00
জাতীয় দলে ফেরা নিয়ে দক্ষিণ আফ্রিকার হেড কোচ রব ওয়াল্টারের সঙ্গে কথা বলেছেন ফাফ ডু প্লেসি। তাঁর নজর আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ।
২০১৯-বিশ্বকাপে-প্রোটিয়ার-নেতৃত্বে-ছিলেন-ডু-প্লেসি
টেস্ট ক্রিকেট থেকে অবসরে চলে গেছেন ডু প্লেসি। যে কারণে তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করেনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। তবে বিগত সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন।
আইপিএলে তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বেও রয়েছেন। রব ওয়াল্টার তাঁর সঙ্গে জাতীয় দলে ফেরার ব্যাপারে কথা বলায় আনন্দিত ডু প্লেসি। তিনি বলেন,
“আমি নতুন কোচের প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে দলের অংশ বানানোর ইচ্ছে প্রকাশ করেছেন। এই মুহূর্তে শুধু আমার শারীরিক অবস্থার ব্যাপারে কথা হয়েছে।”
তিনি আরও যোগ করেন, “৫০ ওভারের ক্রিকেট ভিন্ন ব্যাপার। অবশ্যই এটা একটু দীর্ঘ ফরম্যাট। এই ফরম্যাটে আপনাকে মাঠে লম্বা সময় থাকতে হয়। আইপিএল শেষেই জানা যাবে কতদূর পর্যন্ত আগানো যাবে। আমরা আগামী বছর জুলাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা করেছি। যেটা কিনা আমরা দুজনেই চাচ্ছি সেটা হোক।”
আইপিএলে টপ স্কোরার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ডু প্লেসি। ১৩ ইনিংসে ৫৮.৫০ গড়ে করেছেন ৭০২ রান।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।