বল হাতে শাহীনের সেঞ্চুরির পর ব্যাট হাতে সেঞ্চুরির অপেক্ষায় ধনঞ্জয়া

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-07-17T09:19:25+06:00
আপডেট হয়েছে - 2023-07-17T09:19:25+06:00
Sri Lanka vs Pakistan
Galle International Stadium

Sri Lanka
312/10 (95.2) 279/10 (83.1)

Pakistan
461/10 (121.2) 133/6 (32.5)
Pakistan won by 4 wickets
ম্যান অব দ্য ম্যাচ | Saud Shakeel (Pakistan) |
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনেই শ্রীলঙ্কার ছয়টি উইকেট শিকার করে ফেলেছে পাকিস্তান। লঙ্কানরা সংগ্রহ করেছে ২৪২ রান। পাকিস্তানি বোলার শাহীন আফ্রিদি চোটের পর ফিরেই স্পর্শ করেছেন ১০০ উইকেটের মাইলফলক।
গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই নিশান মাদুশকাকে শিকার করে শাহীন। এই উইকেটের মাধ্যমে টেস্ট ক্রিকেটে তার ১০০ উইকেট শিকার পূর্ণ হয়। ৪৩ ইনিংসে ১০০ উইকেটের ক্লাবে প্রবেশ করলেন শাহীন।
কিছুক্ষণ পরই কুশল মেন্ডিসকেও শিকার করেন শাহীন। ২২ রানে দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। এখানেই থামেননি শাহীন। লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নেকেও সাজঘরের পথ দেখান তিনি। ফলে ৫৩ রানে তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। করুনারত্নে করেন ৪৩ বলে ২৯ রান।
করুনারত্নে ফেরার পরের ওভারেই দীনেশ চান্দিমালকে আউট করেন নাসিম শাহ। চান্দিমাল করেন ৬ বলে ১ রান। ৫৪ রানে চার উইকেট পড়ে গেলে চাপে পড়ে স্বাগতিকরা। এখান থেকে দলকে উদ্ধার করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয়া ডি সিলভা।
পঞ্চম উইকেটে ১৩১ রানের জুটি গড়েন ম্যাথিউস ও ধনঞ্জয়া। পাকিস্তানি বোলারদের হতাশ করে তারা দুইজনই তুলে নেন অর্ধশতক। অর্ধশতকের পর আর ইনিংস বেশি বড় করতে পারেননি ম্যাথিউস। ১০৯ বলে ৬৪ রান করে লেগ স্পিনার আবরার আহমেদের শিকার হন তিনি। ম্যাথিউসের ব্যাট থেকে আসে ৯টি চার।
ষষ্ঠ উইকেটে সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন ধনঞ্জয়া। সামারাবিক্রমা আউট হলে এই জুটি ভেঙে যায়। প্রথম দিনের খেলাও সেখানেই থামানো হয়। সামারাবিক্রমা করেন ৫৭ বলে ৩৬ রান।
৬৫.৪ ওভারে ৩.৬৯ ওভার রেটে শ্রীলঙ্কা সংগ্রহ করেছে ২৪২ রান। ধনঞ্জয়া আছেন শতকের পথে। ১৫৭ বলে ৯৪ রানে ক্রিজে আছেন তিনি। এপর্যন্ত ধনঞ্জয়ার ইনিংসটি সাজানো ১০টি চার ও তিনটি ছক্কায়।
পাকিস্তানের পক্ষে শাহীন তিনটি এবং নাসিম, আবরার ও আগা সালমান একটি করে উইকেট নিয়েছেন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।