বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা আফগানিস্তানের, ফিরলেন নুর
দলে নেই ইব্রাহিম জাদরান ও মুজিব-উর-রহমান

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-10-22T20:57:31+06:00
আপডেট হয়েছে - 2024-10-22T20:57:31+06:00
আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। এই সিরিজের জন্য ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। চোটের কারণে দলে নেই ব্যাটার ইব্রাহিম জাদরান ও স্পিনার মুজিব উর রহমান। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে আফগানিস্তান
ওয়ানডে সিরিজে আফগানদের নেতৃত্বে থাকবেন হাশমতউল্লাহ শহীদি৷ সহ-অধিনায়ক হিসেবে আছেন রহমত শাহ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হাতছাড়া হলেও এই সিরিজে দলে থাকছেন চায়নাম্যান বোলার নুর আহমেদ। গোড়ালির চোটের অস্ত্রোপচার করানোর পর এখনো সুস্থ হননি ইব্রাহিম জাদরান। চোটে ভুগছেন মুজিবও।
ইব্রাহিমের পরিবর্তে আফগানদের স্কোয়াডে ডাক পেয়েছেন সাদিকুল্লাহ অতল। এখন পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি খেলেছেন এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার। সম্প্রতি ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে অপরাজিত ৯৫ রানের ইনিংস খেলে একাই আফগানদের জেতান এই ব্যাটার।
এর বাইরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দল থেকে আর কোন পরিবর্তন আনেনি আফগানরা। দল নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড(এসিবি) সিইও নসিব খান বলেন, " বাংলাদেশের বিপক্ষে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং এবং উপভোগ্য। আমি বিশ্বাস করি যে খেলোয়াড়েরা দলে আছে তারা অসাধারণ পারফর্ম করবে এবং জাতিকে গর্বিত করবে।"
আগামী ৬ নভেম্বর শারজা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড:
হাশমতউল্লাহ শহীদি(অধিনায়ক), রহমত শাহ(সহ-অধিনায়ক), দারউইশ রাসুলি, আল্লাহ গাজানফার, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ফজল হক ফারুকি, গুলবাদিন নাইব, রহমানুল্লাহ গুরবাজ(উইকেটরক্ষক), ইকরাম আলী খিল, রশিদ খান, আব্দুল মালিক, বিলাল সামি, নাভিদ জাদরান, রিয়াজ হাসান, সাদিকুল্লাহ অতল, নাঙ্গেলিয়া খারোটে, ফরিদ আহমেদ।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।