
ভারতের কাছে উড়ে গেলো বাংলাদেশ
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-10-06T22:30:34+06:00
আপডেট হয়েছে - 2024-10-06T22:30:34+06:00
India vs Bangladesh
Gwalior International Cricket Stadium

India
132/3 (11.5)

Bangladesh
127/10 (19.5)
India won by 7 wickets
ম্যান অব দ্য ম্যাচ | Arshdeep Singh (India) |
টেস্টের পর টি-টোয়েন্টিতেও ভারতের কাছে পাত্তা পেল না বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। অনায়াস জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। ব্যাটে-বলে আরও একটি ছন্নছাড়া দিন গিয়েছে টাইগারদের। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বড় পরাজয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের। টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে এদিন
ওপেনিংয়ে খেলেছেন লিটন দাস এবং পারভেজ হোসেন ইমন। দুজনের উদ্বোধনী জুটিটা বেশিক্ষণ
টেকেনি। প্রথম ওভারেই সাজঘরে ফিরেছেন লিটন। মুখোমুখি হওয়া প্রথম বলে চার মারার
পরের বলেই আউট হয়েছেন তিনি। ২ বলে ৪ রান করে ফিরে যান সাজঘরে।
ইমনও বেশিক্ষণ টেকেননি। ৯ বলে ৮ রান করে বিদায় নেন তিনি। মাঝে নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয় কিছুটা ঝলক দেখিয়েছিলেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৯ রান তোলে বাংলাদেশ।
আগে ব্যাট করে বড় পুঁজি দাঁড় করাতে পারেনি বাংলাদেশ।
পাওয়ারপ্লে শেষ হওয়ার পরেই ফিরেছেন হৃদয়। ১৮ বলে ১২ রান করে বিদায় নেন তিনি। এক প্রান্ত আগলে রেখে শান্ত লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তবে বাকিরা আসছিলেন আর যাচ্ছিলেন। হৃদয়ের বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনিকও ফিরেছেন দ্রুত। রিয়াদ করেছেন ২ বলে ১, জাকের করেছেন ৬ বলে ৮ রান।
দলের ৭৫ রানের মাথায় থেমেছেন অধিনায়ক শান্তও। ২৫ বলে ২৭ রান করে বিদায় নেন তিনি। শেষ দিকে লড়াই চালিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মাঝে ৫ বলে ১১ রানের ক্যামিও ইনিংস খেলেছেন রিশাদ হোসেন।
শেষ দিকে মিরাজ এবং তাসকিন আহমেদ মিলে লড়াই চালিয়েছেন। রান আউট হয়ে সাজঘরে ফিরে যাওয়ার আগে তাসকিন খেলেছেন ১৩ বলে ১২ রানের ইনিংস। ইনিংসের একদম শেষ পর্যন্ত টিকে ছিলেন মিরাজ। ৩২ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৯.৫ ওভারের খেলা শেষে ১২৭ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
ভারতের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী এবং আরশদীপ সিং। ১টি করে উইকেট তোলেন হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক যাদব এবং ওয়াশিংটন সুন্দর।
জবাব দিতে নেমে শুরু থেকেই মারমুখি ব্যাটিং করেছে ভারত। দুই ওপেনার অভিষেক শর্মা এবং সাঞ্জু স্যামসন ২ ওভারেই তুলেছেন ২৬ রান। ৭ বলে ১৬ রান করে সাজঘরে ফিরে যান অভিষেক, হয়েছেন রান আউট।
এরপর স্যামসনের সাথে যোগ দেন অধিনায়ক সূর্যকুমার যাদব। আগ্রাসী ব্যাটিংয়ে ১৪ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলে বিদায় নেন সূর্যকুমার। ভারতের অধিনায়ককে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান।
দলের ৮০ রানের মাথাতে বিদায় নিয়েছেন টিকে থাকা ওপেনার স্যামসন। ১৯ বলে ২৯ রানের ইনিংস খেলা স্যামসনকে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। স্যামসনের বিদায়ের পর দলের হাল ধরেছেন হার্দিক পান্ডিয়া এবং নিতিশ কুমার রেডি। ভারতের মারকুটে ব্যাটিংকে কোনোভাবেই থামাতে পারছিলেন না টাইগার বোলাররা।
৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।
শেষমেশ সহজেই ম্যাচ জিতে নিয়েছে ভারত। ৪৯ বল এবং ৭ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। ১৬ বলে ৩৯ রান করে অপরাজিত ছিলেন হার্দিক। রেডি টিকে ছিলেন ১৫ বলে ১৬ রান করে।
বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট তুলেছেন মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন।
দারুণ দাপুটে এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।