শেষ ওভারের নাটকীয়তায় অজিদের বিপক্ষে বাংলাদেশ লিজেন্ডসের পরাজয়
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অস্ট্রেলিয়া লিজেন্ডসের বিপক্ষে বাংলাদেশ লিজেন্ডস ৩ উইকেটে হেরেছে।

Adnan Ahmedক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-09-19T00:06:09+06:00
আপডেট হয়েছে - 2022-09-19T00:19:55+06:00
Australia Legends vs Bangladesh Legends
Holkar Cricket Stadium

Australia Legends
159/7 (20)

Bangladesh Legends
158/9 (20)
Australia Legends won by 3 wickets
ম্যান অব দ্য ম্যাচ | Brad Haddin (Australia) |
খেলার সারসংক্ষেপ
১৫৮ রানের লড়াকু পুঁজি নিয়েও রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অস্ট্রেলিয়া লিজেন্ডসের কাছে পরাজয়ের মুখ দেখলো বাংলাদেশ লিজেন্ডস। ইলিয়াস সানির দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতেও এই স্পিনার ছিলেন সমান উজ্জ্বল। বল হাতে ৪ ওভারে মাত্র ৮ দিয়ে ৪টি উইকেট তুলে নেন এই স্পিনার। তবে শেষদিকে বাজে বোলিংয়ের খেসারত দিয়ে ৩ উইকেটে হারতে হয়েছে টাইগারদের। শেষ ওভারে ২১ রান আটকাতে পারেননি আবুল হাসান রাজু।
আশা জাগিয়েও হারল বাংলাদেশ।
ইন্দোরে ১৫৯ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আব্দুর রাজ্জাকের করা প্রথম ওভারের শেষ বলে মাত্র ১ রান করে সাজঘরের পথে ধরেন অজি ওপেনার ক্যামরন হোয়াইট। এরপর আরেক ওপেনার শেন ওয়াটসন কলাম ফার্গুসনকে সঙ্গে নিয়ে ৭০ রানের জুটি গড়েন। ইলিয়াস সানির বলে বোল্ড হওয়া ওয়াটসন ২১ বলে ৬টি চার ও একটি ছক্কার সাহায্যে করেন ৩৫ রান। এরপর সানি একে একে সাজঘরে ফেরান ফার্গুসন, নাথান রেয়ারডন ও ব্র্যাড হগকে। আব্দুর রাজ্জাক ও আবুল হাসান মিলে তুলে নেন আরও দুইটি উইকেট।
এরপর ব্র্যাড হাডিন ৩৭ বলে ৫৮ রান নিয়ে বাংলাদেশের হাত থেকে ম্যাচ নিয়ে যান। শেষ ওভারে একটি ছক্কা ও তিন চারের মাধ্যমে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন হাডিন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের পক্ষে ইলিয়াস সর্বোচ্চ ৩২ রান করেন। অলক কাপালি ও নাজমুস সাদাতের ব্যাট থেকে আসে সমান ২০ রান। মাত্র ৯ বল থেকে ডলার মাহমুদ করেন ১৭ রান। এছাড়া অতিরিক্ত খাত থেকে আসে আরও ৩৯ রান। সব মিলিয়ে ১৫৮ রানের পুঁজি পায় বাংলাদেশ লিজেন্ডস।
সংক্ষিপ্ত স্কোরকার্ড-
বাংলাদেশ লিজেন্ডস : ১৫৮/৯ (২০ ওভার)
ইলিয়াস ৩২*, অলক ২০, সাদাত ২০
ব্রেট লি ১/১২
অস্ট্রেলিয়া : ১৫৯/৭ (২০ ওভার)
ওয়াটসন ৩৫, হাডিন ৫৮*
ইলিয়াস সানি ৪/৮
ফল : অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।