সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে মুশফিকের আগ্রাসী ফিফটিতে জয় বাংলাদেশের
ম্যাচ জেতাটা বাংলাদেশের অনুমেয়ই ছিল। অন্তত লিটন যেভাবে আক্রমণাত্মকভাবে শুরু করেছিলেন তাঁতে সেরকমই মনে হয়েছিল।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-04-07T13:34:40+06:00
আপডেট হয়েছে - 2023-04-07T13:34:40+06:00
মুশফিকুর রহিম ও তামিম ইকবালের ব্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। সাদা পোশাকের ক্রিকেটে প্রথমবারের মুখোমুখিতে জয়টা প্রথম বাংলাদেশেরই এলো।
দ্বিতীয়-ইনিংসে-ফিফটি-পেয়েছেন-মুশফিক
লক্ষ্য ছিল ছোট। তবুও মিরপুর বলেই হালকা ভয় কাজ করে। এই উইকেট বোঝা যে বড় দায়। লিটন কাজটা সহজ করে দিয়েছিলেন দারুণ শুরুর পর। মুশফিক ও তামিম সেটা টেনে নিয়ে যান। মুশফিক তো আক্রমণাত্মক ক্রিকেটই খেলেন।
দলের যখন ৪৯ রানের প্রয়োজন ছিল তখন লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। ক্রিজে অপরাজিত ছিলেন তামিম ও মুশফিক। লাঞ্চ বিরতির পর দলকে দ্রুত জয় এনে দেওয়ার চেষ্টায় থাকেন এই দুই ব্যাটসম্যান।
অবশ্য তামিম শেষ পর্যন্ত টিকতে পারলেন না। ২১তম ওভারের প্রথম বলে বেন হোয়াইটের বলে ক্যাচ তুলে দেন তামিম। যদিও বলটি ভালো ছিল না তবুও সেই বলেই আউট হন ৬৫ বলে ৩১ রান করা তামিম। সেই সঙ্গে শেষ হয় তামিম ও মুশফিকের ৫৮ রানের জুটি।
তামিমের বিদায়ের পর ক্রিজে আসেন মুমিনুল। তাঁকে নিয়েই বাকি কাজটা করে ফেলেন মুশফিক। দল যখন জয়ের দ্বারপ্রান্তে তখন টেস্ট ক্যারিয়ারের ২৬তম ফিফটি হাঁকান মুশফিক। শেষ পর্যন্ত ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় টাইগাররা। ৫১ রানে অপরাজিত থাকেন মুশফিক ও ২০ করে অপরাজিত থাকেন মুমিনুল।
এর আগে একমাত্র টেস্টের তৃতীয় দিন বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন তিন আইরিশ ব্যাটসম্যান হ্যারি টেক্টর, লরকান টাকার ও অ্যান্ডি ম্যাকব্রাইন। প্রথম ইনিংসে টেক্টরের ফিফটিতে স্কোরবোর্ডে ২১৪ রান তোলে আয়ারল্যান্ড।
জবাবে মুশফিকের সেঞ্চুরি, সাকিবের ৮৯ ও মিরাজের ৫৫ রানের সুবাধে ৩৬৯ রান করে বাংলাদেশ। প্রথম ইনিংসে বল হাতে একাই ৬ উইকেট নেন স্পিনার ম্যাকব্রাইন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ফিফটি হাঁকান টেক্টর।
দ্বিতীয় ইনিংসে খেলেন ৫৬ রানের ইনিংস। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান আইরিশ উইকেটকিপার লরকান টাকার। ১৬২ বলে ১০৮ রানের ইনিংস খেলেন তিনি। সেই সঙ্গে প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া ম্যাকব্রাইনও করেন ৭২ রান। সবমিলিয়ে দ্বিতীয় ইনিংস ভালো স্কোর দাঁড় করায় আইরিশরা।
এই টেস্টের মধ্য দিয়ে শেষ হলো আইরিশদের বাংলাদেশ সফর। ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট- সবকটি সিরিজেই বাংলাদেশের কাছে ধবলধোলাই হয়েছে আইরিশরা। আগামী মাসে আয়ারল্যান্ড সফর করবে টাইগাররা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।