██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

৯ বছর আগে ম্যাথিউসের আবেগ কোথায় ছিল, প্রশ্ন রুবেলের

৯ বছর আগে ম্যাথিউসের আবেগ কোথায় ছিল, প্রশ্ন রুবেলের
তাহসিনা জামান

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-11-07T12:36:29+06:00

আপডেট হয়েছে - 2023-11-07T12:36:29+06:00

'টাইমড আউট' হয়ে তা কিছুতেই মানতে পারছেন না অ্যাঞ্জেলো ম্যাথিউস। নিজের ক্ষোভ পুরো দলের ভেতর ছড়িয়ে দিয়ে ফিল্ডিং করার সময় ও ম্যাচ শেষেও প্রকাশ করেছেন ক্ষোভ। এখানে ভদ্রতা, শ্রদ্ধা প্রদর্শন ও মানবিকতার কথা তুলেছেন ম্যাথিউস। বাংলাদেশি পেসার রুবেল হোসেন পাল্টা প্রশ্ন করেছেন ম্যাথিউসকে যে তাহলে মানকাড করার সময় আপনার আবেগ কোথায় ছিল।

অ্যাঞ্জেলো ম্যাথিউস

আইসিসির নিয়ম অনুযায়ী, মানকাড ও টাইমড আউট দুইটিই বৈধ আউট। মানকাড অনেক বছর ধরেই চলে আসছে, তবে সম্প্রতি বেশি হওয়ায় আলোচনায় উঠে এসেছে। এদিকে, আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে ম্যাথিউসই প্রথমবার টাইমড আউট হলেন, যদিও ঘরোয়া ক্রিকেটে টাইমড আউটের নজির আছে।

আউট হওয়ার পর কিছুতেই মানতে পারছিলেন না ম্যাথিউস। আম্পায়ারের সাথে কথা বলার পর বাংলাদেশ অধিনায়ককেও তিনি অনুরোধ করেন এটি আউট না নিতে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাঁচা-মরার লড়াইয়ে সাকিব কোনো আবেগি সিদ্ধান্ত নেননি। যখন এখানে সফল হতে পারেননি, তখন ম্যাথিউস অভিযোগ তোলা শুরু করেছেন যে তিনি সময়ের মধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছিলেন। আবার তিনি বাংলাদেশ দলের কমনসেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন। ম্যাথিউস যে আবেগের বর্শবর্তী হয়ে একেকসময় একেক অভিযোগ ও অজুহাত দিচ্ছেন তা পরিস্কার।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

ম্যাথিউস যেহেতু ক্রিকেটের স্পিরিট, মানবিকতা ও সম্মানবোধের কথা এনেছেন তাই ২০১৪ সালে যখন তিনি অধিনায়ক ছিলেন, তখন শ্রীলঙ্কান স্পিনার সচিত্রা সেনানায়েকের জস বাটলারকে করা মানকাড আউটের পুরানো স্মৃতি উঠে এসেছে। যেখানে মানকাড আউট নিতে কোনো মানবিকতা দেখাননি শ্রীলঙ্কান সাবেক অধিনায়ক ম্যাথিউস, কারণ এটি উইকেটের নিয়মের মধ্যেই ছিল।

তাই বাংলাদেশি বোলার রুবেল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন রেখেছেন, "ম্যাথিউস আপনি একজন পেশাদার ক্রিকেটার, ৯ বছর আগে আপনি যখন জস বাটলারকে একটি বিতর্কিত আউট (মানকাড) করেছিলেন তখন আপনার আবেগ কোথায় ছিল? কাউকে না কাউকে পথ দেখাতে হবে তো গ্রেট ব্রাদার।"

একই কথা বলেছেন বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক শাহরিয়ার নাফীসও। তিনি বলেন, "জস বাটলারকে মানকাড করে স্পিরিট অব দ্য গেম কোথায় ছিল? মানকাডও নিয়মের অংশ, টাইমড আউটও নিয়মের অংশ। গতকাল ম্যাথিউস যেভাবে সাকিব ও বাংলাদেশকে নিয়ে সমালোচনা করলেন, ওরকম আউট শ্রীলঙ্কানরাও করেছেন। যখন নিজের প্রয়োজন হবে, তখন আউট নিবেন আর যখন বিপক্ষে যাবেন তখন এরকম কথা বলবেন, এটা ঠিক না। যা আছে, আইনের মধ্যেই হয়েছে। একটা ইস্যু নিয়ে এভাবে বিতর্ক তৈরি করাটা খুব একটা ভালো কাজ না।"

টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছিল বাংলাদেশ। ৫ রানে প্রথম উইকেট হারানোর ৬৬ ও ৭২ রানে পরপর আরো দুইটি উইকেট হারায় শ্রীলঙ্কা। চতুর্থ উইকেটে তারা পায় ৬৩ রানের জুটি। এরপর ষষ্ঠ উইকেটে আবার আসে ৭৮ রানের জুটি। শেষ পর্যন্ত ২৭৯ রানে অলআউট হয় লঙ্কানরা।

লঙ্কান মিডল অর্ডার ব্যাটার চরিথ আসালঙ্কা সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ২৭৯ রানের সংগ্রহ এনে দেন। ভাগ্যিস আসালঙ্কার কল্যাণে এই রান করতে পেরেছিল, নাহলে তো বাংলাদেশের রেকর্ড গড়ার সুযোগই আসতো না! হ্যাঁ, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এখন বাংলাদেশের দখলে।

শ্রীলঙ্কার দেওয়া ২৮০ রানের লক্ষ্যে বাংলাদেশ মাত্র ৪১.১ ওভারেই ২৮২ রান করে ফেলে।

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.