██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

আজীবন নিষিদ্ধ হতে চলেছেন 'সেই' দর্শক!

আজীবন নিষিদ্ধ হতে চলেছেন 'সেই' দর্শক!

প্রকাশিত হয়েছে - 2019-11-26T18:16:13+06:00

আপডেট হয়েছে - 2019-11-26T18:16:13+06:00

বিশ্ব ক্রীড়াঙ্গনে বর্ণবাদের আচরণের শিকার বেশি হতে হয় ফুটবল মাঠে। ক্রিকেটেও নেহায়েত কম যায় না। সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে ইংল্যান্ডের পেসার জফরা আর্চারের সাথে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নেমে এমন তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তিনি। এই ঘটনার জন্য শুধু দুঃখ প্রকাশ করে ক্ষান্ত যায়নি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড, প্রতিশ্রুতি দিয়েছে সেই দর্শককে আজীবনের জন্য নিষিদ্ধ করার।
আর্চারের কাছে নিউজিল্যান্ড ক্রিকেটের ‘দুঃখপ্রকাশ’
চলতি বছরেই ইংল্যান্ড ক্রিকেট দলের জার্সিতে অভিষিক্ত হয়েছেন এই ক্যারিবিয়ান পেসার। নিজের দুর্দান্ত বোলিং শৈলীতে জায়গা পাকা করেছেন ইংলিশ শিবিরে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান দুই ম্যাচ টেস্ট সিরিজে ইংল্যান্ডের হয়ে মাঠে নেমেছেন আর্চার। যেখানে সিরিজের প্রথম ম্যাচে মাউন্ট মঙ্গানুইয়ে খেলতে নেমে বর্ণবাদের শিকার হন তিনি। নিজেই টুইট করে জানিয়েছেন এ ঘটনা।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আর্চার লেখেন,
‘আমার দলকে বিপদের সময় বাঁচাতে গিয়ে বর্ণবাদী অপমান শোনা কিছুটা বিরক্তিকর ছিল। ওই একজন লোক ছাড়া গোট কয়েকদিনের সমর্থকেরা অসাধারণ ছিলেন। বার্মি আর্মিও যথারীতি ভালো ছিলো।
’ এই ঘটনার পর আর্চারের কাছে ক্ষমা চেয়ে একটি টুইট করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। জানানো হয়েছে, সিরিজে দ্বতীয় ম্যাচে নিরাপত্তা বাড়ানো হবে। যাতে এই ঘটনার পুনরাবৃত্তি আর না হয়।
একই সাথে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানিয়েছেন, বর্ণবাদী মন্তব্য করা সেই দর্শকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে নিউজিল্যান্ড ক্রিকেট মাঠ থেকে। হোয়াইট বলেন, ‘
লোকটাকে খুঁজে বের করা গেলে আমরা তাঁকে পুলিশের কাছে সোপর্দ করবো। এমন ঘটনার জন্য এমনই ফল হওয়া উচিৎ বলে মনে করি। সেই দর্শককে খুঁজে পাওয়া গেলে নিউজিল্যান্ডের মাঠে ক্রিকেট ম্যাচ দেখা থেকে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে। আমার মতে নিউজিল্যান্ডের কোনো ক্রিকেট মাঠে তাকে আর কখনো ঢুকতে দেওয়া উচিত না।’
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.