ওয়ানডেতে নতুন অধিনায়ক পেল দক্ষিণ আফ্রিকা

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2020-01-21T21:22:52+06:00
আপডেট হয়েছে - 2020-01-21T21:22:52+06:00
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কুইন্টন ডি কক। দলের তারকা ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

ফেব্রুয়ারিতে ঘরের মাঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে মোকাবেলা করবে দক্ষিণ আফ্রিকা। ঐ সিরিজ থেকেই দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন ডি কক।




৩৫ বছর বয়সী ডু প্লেসিস তিন ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকার অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন। ২৭ বছর বয়সী ডি ককের কাছে এবার তিনি হারালেন ওয়ানডে অধিনায়কত্ব। এই ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার ব্যাপারে এক দিন আগেই আভাস দিয়েছিলেন ডু প্লেসিস।
ডু প্লেসিস শুধু অধিনায়কত্বই ছাড়েননি, আপাতত দলও ছেড়েছেন। ইংল্যান্ড সিরিজের জন্য ঘোষিত দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের দলে তার নাম নেই।





ডু প্লেসিসের নেতৃত্বে ৩৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে জিতেছে ২৮টি ম্যাচে, হেরেছে ১০টিতে। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে তার অধীনেই খেলেছে দল, যদিও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি।
প্রসঙ্গত, চলমান টেস্ট সিরিজ শেষে ফেব্রুয়ারির ৪, ৭ ও ৯ তারিখ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
একনজরে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে স্কোয়াড
কুইন্টন ডি কক (অধিনায়ক ও উইকেটরক্ষক), রিজা হ্যানড্রিক্স, টেম্বা বাভুমা, ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, জন জন স্মাটস, অ্যান্ডিলে ফেসুকায়ো, লুথো সিপামলা, লুঙ্গি এনগিডি, তাবরাইজ শামসি, সিসান্দা মাগালা, বিজর্ন ফরটুইন, ব্যুরান হ্যানড্রিক্স, জান্নেমান মালান, কাইল ভেরেইনে।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।