ওয়ানডে মেজাজে কায়েসের পর মুমিনুলের অর্ধশতক

Imran HasanEditor
প্রকাশিত হয়েছে - 2018-12-24T12:54:00+06:00
আপডেট হয়েছে - 2018-12-24T12:54:45+06:00
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ রাউন্ডে মধ্যাঞ্চলের বিপক্ষে দারুণ সূচনার দেখা পেয়েছে পূর্বাঞ্চল। টস জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে তাসকিন আহমেদের বলে লেগ-বিফোরের শিকার হন রনি তালুকদার। তবে ম্যাচ শুরুর এ ধাক্কা দলকে অনুভব করতে দেননি ইমরুল কায়েস ও মুমিনুল হক।
[caption id="attachment_60640" align="aligncenter" width="736"]

১২ চারে ৭৮ রান করে সাজঘরে ফিরেছেন ইমরুল কায়েস।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে মধ্যাহ্ন ভোজনের বিরতির আগে উল্টো কোণঠাসা হয়ে পড়েছিল প্রতিপক্ষ। ওয়ানডে মেজাজে কায়েসের পর মুমিনুল অর্ধশতক পূর্ণ করে দলকে দ্রুত রান তুলতে সাহায্য করেন এ দুজন।
মধ্যাহ্ন ভোজনের আগে প্রতিপক্ষ বোলারদের উপর এ দুজন শাসন চালালেও, বিরতির পর কিছুটা স্বস্তির দেখা পেয়েছে প্রতিপক্ষ শিবির। কায়েস ও মুমিনুল যখন সময়ের পরিক্রমায় আরও আগ্রাসী হয়ে ওঠছিলেন, ঠিক তখন বিরতি থেকে ফিরে কায়েসের উইকেট তুলে নেন মোশাররফ হোসেন।
৭৯ বল মোকাবেলায় ১২ চারে ৭৮ রান করা স্টাম্পড হন কায়েস। জাকির আলির হাতে স্টাম্পড হওয়ায় দলীয় ১৩৬ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটেছে পূর্বাঞ্চলের। কায়েসের সাথে ১৩৬ রানের জুটি ভাঙ্গার পর এ মুহূর্তে ইয়াসির আলির সাথে জুটি গড়েছেন মুমিনুল।
[caption id="attachment_61586" align="aligncenter" width="1458"]

কায়েসের পর অর্ধশতক পূর্ণ করেছেন মুমিনুল হকও।
[/caption]
শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ চারে ৭০ রান নিয়ে ব্যাট করছেন মুমিনুল। তার সাথে ২৪ রান নিয়ে অপরাজিত আছেন ইয়াসির। এ প্রতিবেদন লেখার সময় ৩২ ওভারের খেলা শেষে পূর্বাঞ্চলের সংগ্রহ ২ উইকেটে ১৭৩ রান।
মধ্যাঞ্চলের বোলারদের মধ্যে এখনো অবধি ১০ ওভার বল করে ৫২ রান খরচায় তাসকিন আহমেদ একটি ও ৬ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে একটি উইকেট লাভ করেছেন মোশাররফ হোসেন।
পূর্বাঞ্চল একাদশ:
রনি তালুকদার, ইমরুল কায়েস, মুমিনুল হক, ইয়াসির আলি, মোহাম্মদ আশরাফুল, জাকির হাসান, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান, নাঈম হাসান, আবু জায়েদ রাহী ও খালেদ আহমেদ।
মধ্যাঞ্চল একাদশ:
নাজমুল হাসান শান্ত, সাইফ হাসান, আব্দুল মজিদ, মার্শাল আইয়ুব, জাকির আলি, মোসাদ্দেক হোসেন, সালাউদ্দিন সাকিল, শাহাদাত হোসেন, মোশাররফ হোসেন, আবু হায়দার রনি ও তাসকিন আহমেদ।