কলকাতা সেজেছে গোলাপি রঙে, উন্মোচিত হলো মাসকট

Tariqul IslamEditor
প্রকাশিত হয়েছে - 2019-11-18T10:34:34+06:00
আপডেট হয়েছে - 2019-11-18T10:34:34+06:00

বাঙালি মানেই যেন উৎসব-আমুদে উল্লসিত জাতি! শুধু উপলক্ষ প্রয়োজন। আগামী ২২ শে নভেম্বর ভারতের মাটিতে প্রথম দিবারাত্রি টেস্ট ম্যাচ এনে দিয়েছে সেই উপলক্ষ। যাতে মাতোয়ারা দুই বাংলার ক্রিকেট প্রেমিরা। স্বাগতিক ভারত ও বাংলাদেশের মাঝে হতে যাওয়া প্রথম দিবারাত্রির টেস্টকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতোমধ্যেই সব প্রস্তুতি প্রায় শেষ।




ইন্দোর টেস্ট শেষে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রোহিত শর্মা ও
ের দল পা রাখবে কলকাতা শহরে৷ তার আগে শেষ তুলির টান চলছে সর্বত্র৷ এই ম্যাচকে সামনে রেখে গোলাপি আলোয় সেজেছে গোটা কলকাতা। এরই মধ্যে বিশালাকার গোলাপি বেলুন উড়েছে ইডেনে, ম্যাচের শেষ পর্যন্ত উড়তে দেখা যাবে৷
একই সাথে শহরের কেন্দ্রীক সব পার্ক সহ শহীদ মিনারকে রাঙিয়ে তোলা হয়েছে গোলাপি আলোয়। শুধু তাই নয়, হাওড়া ব্রিজ থেকে দ্বিতীয় হুগলি ব্রিজ, প্রিন্সেপ ঘাট থেকে শুরু করে কলকাতার রাস্তা ঘাটে এবার আর নীল-সাদা নয়, দেখা যাবে গোলাপি আলোক সজ্জায়। কলকাতার কিনারে গঙ্গায় ঘুরছে গোলাপি বলের টেস্টের ব্যানার ও গোলাপি আলোয় সাজানো ডিঙ্গি।





শুধুই কি তাই! শহরের বিভিন্ন বড় বড় বিল্ডিংগুলোকে সাজানো হয়েছে গোলাপি রঙে৷ বিলবোর্ডে বিলবোর্ডে চলছে এই টেস্টের ব্র্যান্ডিং৷ বেশ কিছু বাসের গায়েও দেখা যাচ্ছে ঐতিহাসিক এই দিবারাত্রি টেস্টের বিভিন্ন বিজ্ঞাপন। একই সাথে ম্যাচ চলাকালীন প্রতিদিন সন্ধ্যায় আতসবাজি ফোটানোর জন্য গোলাপি রঙের আতসবাজি চেয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। সাথে ২০ নভেম্বর থেকে টাটা স্টিল বিল্ডিংয়ে থ্রিডি ম্যাপিং চলবে ম্যাচের শেষ পর্যন্ত৷

এদিকে ইডেনের দিবারাত্রির টেস্টকে সামনে রেখে প্রকাশ করা হয়েছে এই ম্যাচের ম্যাসকট। গতকাল (রোববার) ম্যাচের ভেন্যুতে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির হাত ধরে আত্মপ্রকাশ ঘটে ম্যাসকট পিঙ্কু টিঙ্কু’র৷ ম্যাচের দিন গ্যালারিতে দেখা যাবে এই দুই ম্যাসকটকে। মূলত শিশুদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছে সিএবি।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।