██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

নিজেদের ব্যর্থতার দায় বোর্ডের উপর চাপাচ্ছেন না রাব্বি

নিজেদের ব্যর্থতার দায় বোর্ডের উপর চাপাচ্ছেন না রাব্বি
Afrid Mahmud Rifat

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2018-08-12T14:48:57+06:00

আপডেট হয়েছে - 2018-08-12T14:48:57+06:00

উইন্ডিজ সফর শেষে দেশে ফিরেছে ক্রিকেটাররা।
,
, সাব্বির রহমান ছুটিতে। মাহমুদউল্লাহ রিয়াদ গিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) মাতাতে। উইন্ডিজ সফর শেষে রয়েছে অনেক প্রাপ্তি, অপ্রাপ্তি। উইন্ডিজে জিতেছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এত প্রাপ্তির মাঝেও ছিল অনেক অপ্রাপ্তি। বিশেষ করে টেস্ট সিরিজে। মূলত পেসারদের কাছেই হেরে গেছে
নিজেদের ব্যর্থতার দায় বোর্ডের উপর চাপাচ্ছেন না রাব্বি
দুই টেস্ট সিরিজে বাংলাদেশের মধ্যে তরুণ
রাহী ছাড়া বলার মত পারফরম্যান্স করতে পারেননি কোন পেসার। টেস্টে বাংলাদেশের পেসাররা নিতে পেরেছেন মাত্র ৮ উইকেট, যার ৭টিই রাহীর। একটি পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি। সেখানে উইন্ডিজের পেসাররা তুলে নিয়েছেন ৩৬ উইকেট। যার মধ্যে উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারই পেয়েছেন ১৬টি। পুরো সিরিজ দেখলেই পরিস্কার হয়ে যায় কতটা পিছিয়ে ছিল বাংলাদেশ। পেসারদের এমন ভরাডুবির পারফরম্যান্সের পরেও টেস্টে হারার পেছনে শুধু পেসারদেরই দোষ দেননি কোচ রোডস। আবার নিজেদের ব্যর্থতার দায় বোর্ডের উপরও চাপিয়ে দিচ্ছেন না রাব্বি। বরং উইন্ডিজের পেসারদের চেয়ে পিছিয়ে থাকার কারণ হিসেবে উল্লেখ করেছেন নিজেদের আত্মবিশ্বাসের অভাব।
‘নির্ভরতা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যারা পেসার আছি তাদের উপর আত্মবিশ্বাসটা থাকতে হবে। ক্রিকেট বোর্ড তো আমাদের অভিভাবক। আমাদের সেই অনূর্ধ্ব-১৯ থেকেই দেখে আসছে। আমাদের পেছনে বোর্ডের এত ইনভেস্টমেন্ট, আমাদেরও ভালো কিছু দেখানো উচিত। আমরা ‘এ’ দল, হাই পারফরম্যান্স, জাতীয় দলের হয়ে খেলছি, সফর করছি। আমাদেরও নিজেদের দিক থেকে কিছু দায়িত্ববোধ থাকতে হবে। আর নিজের জন্যও কিছু করা উচিত, যখন খেলা শেষ করব তখন তো বলতে পারব যে আমি কিছু একটা করেছি।
তিনি আরও যোগ করেন,
'আমার মনে হয় কঠোর পরিশ্রমটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন মাশরাফি ভাই আজও ভালো করছেন, তাকে দেখে আমাদের শেখা উচিত। বুঝা উচিত, আমরা চাইলেই পারি। কারণ আমাদের দেশের একজন যদি করে দেখাতে পারে তাহলে আমরা বাকিরা কেন পারব না।’
নিজেদের উন্নয়ের জন্য স্কিলের কাজ করতে হবে বেশি জানিয়েছেন কামরুল। সেই সাথে পেস বোলারদের আরও কঠোর পরিশ্রম করতে হবে বলেন এই পেসার।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.