পাকিস্তানে নয়, বাংলাদেশেই প্রস্তুতি সারবেন মুস্তাফিজরা

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2020-01-18T20:27:29+06:00
আপডেট হয়েছে - 2020-01-18T21:06:53+06:00

২৪ জানুয়ারি থেকে শুরু হবে স্বাগতিক পাকিস্তান ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের আগে ক্রিকেটাররা খেলা নিয়েই ব্যস্ত ছিলেন। সবাই-ই ঘাম ঝরিয়েছেন বিপিএলে।




তবে নতুন মিশনে নামার আগে সবার একসাথে থাকাটা জরুরি। এ কারণেই তিন দিনের এই ক্যাম্প। যদিও এই ক্যাম্পেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সব প্রস্তুতি সারতে হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। কারণ পাকিস্তানে বেশিদিন অবস্থান করতে নারাজ দলটি প্রথম ম্যাচের আগের দিন অর্থাৎ ২৩ জানুয়ারি দেশ ছাড়বে। তাই পাকিস্তানে গিয়ে প্রস্তুতির সুযোগ নেই।
রবিবার দুপুরে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কাছে রিপোর্টিং করবেন খেলোয়াড়রা। এরপর শুরু হবে প্রস্তুতি। ক্যাম্প চলবে ২০ ও ২১ জানুয়ারিও। এরপর ২২ জানুয়ারি দল পাকিস্তানের উদ্দেশে যাত্রা করবে, সিরিজের ভেন্যু লাহোরে পৌঁছাবে ২৩ জানুয়ারি।





তিন ম্যাচ সিরিজের তিনটি ম্যাচের ভেন্যুই লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি। ২৮ জানুয়ারি দেশে ফিরবেন ক্রিকেটাররা।
একজনরে পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),
, সৌম্য সরকার,
,
, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন,
ধ্রুব, মেহেদী হাসান,
, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, রুবেল হোসেন ও
।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।