প্রথম দিন শেষে স্বস্তিতে বিসিবি একাদশ

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2019-07-28T18:04:25+06:00
আপডেট হয়েছে - 2019-07-28T18:04:25+06:00
কে. থিম্মাপিয়াহ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ আসরের সেমিফাইনালে
র
প্রথম দিন শেষে ছত্তিসগড় স্টেট ক্রিকেট সংঘের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে সফরকারী বিসিবি একাদশ।
[caption id="attachment_74077" align="alignnone" width="876"]
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
সাইফ হাসান। ফাইল ছবি
[/caption]
ফাইনালে যাওয়ার লড়াইয়ে বেঙ্গালুরুর প্লাটিনাম ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন
। এদিন ইনিংসের গোড়াপত্তন করতে নামেন জহুরুল ইসলাম ও সাইফ হাসান। সাবধানী শুরুর সাথে রানের চাকা সচল করে খেলতে থাকেন এ দুই ব্যাটসম্যান।





আগের ম্যাচগুলোতে খোলসবন্দী থাকলেও এদিন শুরু থেকেই ছন্দে ফিরেন সাইফ। ২ চার ও ৩ ছক্কায় পূর্ণ করেন সফরের প্রথম হাফ-সেঞ্চুরি। এরপর আরও সাবলীল গতিতে ব্যাট করতে থাকেন তিনি। ছুটে চলেন সফরের প্রথমের শতকের পথে।
তবে শেষ পর্যন্ত সেই স্বাদ পাওয়া হয়নি তার। ৬ চার ও ৫ ছক্কায় সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়ে ব্যক্তিগত ৯২ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার বিদায়ের পর দলীয় ১৫৪ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। ৭ চারে ৬০ রান করে সাজঘরে ফিরেন জহুরুল। দুই ওপেনারের মাঠ ছাড়ার পর জুটি বাঁধেন মুমিনুল হক ও ইয়াসির আলি।
দ্বিতীয় উইকেট জুটিতে ৯৫ রান। হাফ-সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়ে স্বপ্নভঙ্গ হয় মুমিনুলের। বীরপ্রতাপ সিংহের বলে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৪৯ রানে আউট হন তিনি। দলীয় ২৪৯ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। এরপর নাইট-ওয়াচম্যান হিসেবে ক্রিজে পাঠানো হয় সানজামুল ইসলামকে। তবে তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে ব্যর্থ হন তিনি।





ছয় বল ঠিকঠাক খেলার পর সপ্তম বলে এসে বোল্ড হন তিনি। কোনো রান না করে দলীয় ২৫০ রানের সময় সাজঘরের পথ ধরেন তিনি। এরপর হাফ-সেঞ্চুরি পূর্ণ করে
'র সাথে দিন শেষ করেন ইয়াসির। দিন শেষে ৩ উইকেটে ২৫৪ রানের পুঁজি পায় বিসিবি একাদশ।
৫০ অপরাজিত থাকা ইয়াসির ও ০ রানে অপরাজিত থাকা শান্ত আগামীকাল আবারও খেলা শুরু করবে। প্রথম দিনে স্বাগতিক বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন বীরপ্রতাপ, পুনিত ও বিন্নি।
সংক্ষিপ্ত স্কোর-
প্রথম দিন শেষে;
বিসিবি একাদশ (১ম ইনিংসে): ৮৫.১ ওভারে ২৫৪/৩
জহুরুল ৬০, সাইফ ৯২* (রিটায়ার্ড হার্ট), মুমিনুল ৪৯, ইয়াসির ৫০*, সানজামুল ০, শান্ত, পুনিত ১৩-৪-২৪-১।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।