বুলবুলের চোখে বাংলাদেশের সেরা ওয়ানডে একাদশ

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2020-07-07T21:29:17+06:00
আপডেট হয়েছে - 2020-07-07T22:16:54+06:00
হাঁটি হাঁটি পা পা করে কতগুলো বছর, কতগুলো যুগ পার করেছে বাংলাদেশের ক্রিকেট। জন্ম হয়েছে কত কিংবদন্তির, রথী-মহারথীর। ক্রিকেটীয় দক্ষতায় বিশ্ব মানচিত্রে উজ্জ্বল হয়েছে বাংলাদেশের অবস্থান। সেই বাংলাদেশের সেরা ওয়ানডে একাদশ সাজাতে হলে একটু হিমশিম খেতেই হয়।

স্বভাবতই হিমশিম খেলেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলও। ঐতিহাসিক প্রথম টেস্টেই বিশ্বকে চমকে দেওয়া সাবেক ব্যাটসম্যান এখনো জড়িয়ে ক্রিকেটের সাথে। সবসময় দেশে থাকা হয় না, তবে কাছ থেকেই দেখা হয় বাংলাদেশের ক্রিকেটকে।




বুলবুলের মতে, দল সাজানো মোটেও সহজ কাজ নয়। তবে সবচেয়ে বেশি সমালোচনাও শুনতে হয় নির্বাচকদেরই। সেই নির্বাচকের ভূমিকায় কখনো থাকতে হয়নি বলে খানিক স্বস্তি ঝেড়ে জানালেন, তার চোখে বাংলাদেশের সর্বকালের সেরা ওয়ানডে একাদশ কেমন হবে।
বুলবুল বলেন,
'সিলেকশন অনেক কঠিন কাজ। আপনি যে দলই বেছে নিন না কেন, কিছু প্রশ্ন থাকবেই। আমি ভাগ্যবান, কখনো নির্বাচক প্যানেলে ছিলাম না। তাদের সমালোচনা করা খুব সহজ। কিন্তু এটা খুব কঠিন কাজ।'





সেই কঠিন কাজে বুলবুল শুরুতেই হাত বাড়িয়েছেন
ের দিকে। দেশের ইতিহাসের সেরা ওপেনারের সাথে ব্যাটিং উদ্বোধকের ভূমিকায় আলোচিত-সমালোচিত মোহাম্মদ আশরাফুল। গত বিশ্বকাপ মাতানো
এই একাদশেও তিন নম্বরে। এরপর আছেন পঞ্চপাণ্ডবের দুই রত্ন
ও মাহমুদউল্লাহ রিয়াদ।
পঞ্চপাণ্ডবের আরেক রত্ন মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক হিসেবেই বেছে নিয়েছেন বুলবুল। ব্যাটিং অর্ডারে রিয়াদের পরের স্থানে সাবেক অধিনায়ক আকরাম খান। দলের পারফরম্যান্স যতই নাজুক হোক, ব্যাট হাতে যিনি দলের হাল ধরতে ভুলতেন না, সেই পাইলট পেয়েছেন উইকেটরক্ষকের দায়িত্ব। স্পিনার হিসেবে একাদশে আছেন মোহাম্মদ রফিক। মাশরাফির মত গতির ঝড় তোলা রুবেল হোসেন সঙ্গ পাবেন অগ্রজ হাসিবুল হোসেন শান্তর, যিনি মূলত পেস বোলিং অলরাউন্ডার।
একনজরে বুলবুলের বাছাইকৃত সেরা ওয়ানডে একাদশ
তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট (উইকেটরক্ষক), মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।