শিরোপা ধরে রাখল দক্ষিণাঞ্চল

তাহসিনা জামানEditor
প্রকাশিত হয়েছে - 2020-02-25T18:01:13+06:00
আপডেট হয়েছে - 2020-02-25T18:01:13+06:00
ফরহাদ রেজার অলরাউন্ড নৈপূণ্যের সাথে আব্দুর রাজ্জাকের স্পিন বিষে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলকে ১০৬ রানের ব্যবধানে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের শিরোপা ধরে রাখল বিসিবি দক্ষিণাঞ্চল। ৩৫৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৪৮ রানে গুটিয়ে যায় পূর্বাঞ্চল।

প্রথম ইনিংসে ৪৮৬ রান করার পরে দ্বিতীয় ইনিংসে মুখ খুবড়ে পড়ে দক্ষিণাঞ্চলের ব্যাটিং লাইনআপ। ১৪০ রানেই অলআউট হয়ে যায় দলটি। তবে ততক্ষণে জয়ের ভিত গড়া হয়ে গিয়েছিল রাজ্জাক-বিজয়দের। দ্বিতীয় ইনিংসে দক্ষিণাঞ্চলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান আসে মেহেদী হাসানের ব্যাট থেকে। পূর্বাঞ্চলের আবু হায়দার ও হাসান মাহমুদ ৪টি করে উইকেট শিকার করেন।
৩৫৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পূর্বাঞ্চল। দলটির পক্ষে ব্যাট হাতে একাই লড়াই করেন মাহমুদুল হাসান। তার ৮১ রানের ইনিংসের লাগাম টেনে ধরেন ফরহাদ রেজা। মোহাম্মদ আশরাফুল ৫, ইমরুল কায়েস ৩, আফিফ হোসেন ধ্রুব ৩১, তানজিদ হাসান তামিম ১৭ রান করে বিদায় নেন।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পূর্বাঞ্চলের ইনিংস শেষ হয় ২৪৮ রানে। ফলে ১০৬ রানের জয়ে শিরোপা নিশ্চিত করে দক্ষিণাঞ্চল। বিজয়ী দলের পক্ষে শফিউল ইসলাম ও মেহেদী হাসান ৩টি করে উইকেট শিকার করেন। প্রথম ইনিংসে শতক হাঁকান ফরহাদ শিকার করেন ২টি উইকেট। অলরাউন্ড পারফর্ম করা ফরহাদ নির্বাচিত হয়েছেন ফাইনালের সেরা খেলোয়াড়।
বিসিএলের মোট আট শিরোপার পাঁচটিই উঠেছে দক্ষিণাঞ্চলের ঘরে। এই জয়ে টানা তৃতীয়বার ও মোট পঞ্চমবারের মতো বিসিএলের শিরোপা জয় করল দক্ষিণাঞ্চল।
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস- ৪৮৬
ফরহাদ ১০৩, ফজলে ৮৬, শামসুর ৭৯
সাকলাইন ৭৮/২, রুয়েল ৮৬/২
পূর্বাঞ্চল ১ম ইনিংস- ২৭৩
তামিম ৮২, আফিফ ৪৭
রাজ্জাক ১০২/৭, শফিউল ৭২/২
দক্ষিণাঞ্চল ২য় ইনিংস- ১৪০
মেহেদী ৫৩, রিয়াদ ১৭
হাসান ৩৫/৪, রনি ৫২/৪
পূর্বাঞ্চল ২য় ইনিংস- ২৪৮/১০
মাহমুদুল ৮১, জাকির ৮২, আফিফ ৩১
শফিউল ৩/৫৬, মেহেদী ৩/৬৬।