██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

স্ট্রাইকিং প্রান্তে শুরু করতেই ভালোবাসেন তামিম

স্ট্রাইকিং প্রান্তে শুরু করতেই ভালোবাসেন তামিম
Siam Chowdhury

Siam ChowdhurySenior Sub-Editor

প্রকাশিত হয়েছে - 2018-06-19T01:31:50+06:00

আপডেট হয়েছে - 2018-06-19T10:22:18+06:00

সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে
ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নেমে ছিলেন নন-স্ট্রাইকিং প্রান্তে। তামিম একাদশে আছেন কিন্তু প্রথম বল মোকাবেলা করছেন না- এমন দৃশ্য
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ের ক্রিকেট দেখেনি দীর্ঘদিন। [caption id="attachment_43470" align="aligncenter" width="684"]
তামিম ইকবাল
তামিম ইকবাল। ছবি বিডিক্রিকটাইম
[/caption] তামিমের সেই ব্যাপারটি অবাক করেছিল সমর্থকদের। এখন থেকে কি এভাবেই দেখা যাবে তাকে? সোমবার সাংবাদিকদের তামিম বলেন,
এটা আমার ক্ষেত্রে কমই দেখা যায়
নিজের ইগোর দিকে তাকালে আমি শুরু থেকেই সেদিন মারতাম
কৌশলগত কারণে এটা করছি
যাকে কখনো খেলিনি
,
তাকে নিয়ে একটু হলেও স্নায়ুচাপ থাকে
সে যে বোলার হোক
,
যে দলের হোক
।’
সিরিজ উদ্বোধনী টি-২০’তে তামিম সাজঘরে ফিরেছিলেন প্রথম বলেই। আর এ কারণেই পরের দুই ম্যাচে অবলম্বন করেছেন কৌশল। তার ভাষ্য,
প্রথম বলেই আউট হয়েছি (সিরিজের) প্রথম ম্যাচে
প্রথম ম্যাচে কিছু বল খেলার সুযোগ পেলে একটা ধারণা পেতাম
যেহেতু প্রথম বলেই আউট হয়েছি
,
ওই দিন ম্যাচের আগে ভেবেছি
,
যদি ওকে দু-এক বল দেখে খেলতে পারি
,
খেলতে আরেকটু সুবিধা হবে
।’
তবে তামিম স্পষ্ট করেই জানালেন, তিনি ভালোবাসেন ইনিংসে প্রথম বল মোকাবেলা করাকেই,
আমি প্রথম বল থেকেই খেলতে ভালোবাসি
ভবিষ্যতেও প্রথম বল থেকেই খেলব
সামনে ওদের সঙ্গে খেলতে গেলেও প্রথম বল থেকেই খেলব
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান হোম সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স উইন্ডিজের। এটি দলটিকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। তামিম বলেন,
যে কোনো দল যখন জিততে থাকে তখন ওরা এমনিতেই খুব আত্মবিশ্বাসী থাকে
ওদের খেলা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে আমি যতটুকু প্রস্তুত ছিলাম ততটুকুতে হবে না
আমাকে আরেকটু বেশি প্রস্তুতি নিতে হবে
এ কারণেই এই অতিরিক্ত অনুশীলন করা
।’
সবাই যখন ঈদের ছুটিতে তামিম তখন নেটে ঘাম ঝরানোয় ব্যস্ত। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে দেশসেরা ওপেনার বলেন,
আমি সবসময় একটা জিনিস বলেছি যে রান করবো
কি
না এর নিশ্চয়তা আমি দিতে পারবো না
কিন্তু তা করার জন্য যদি আমার প্রস্তুতিটা শতভাগ ঠিক থাকে তাহলে কাজটা সহজ হয়ে যায়
আমি প্রস্তুত হয়েও ওখানে গিয়ে যদি ব্যর্থ হই তাহলে অন্তত বলতে পারবো আমি আমার সেরাটি দিয়ে চেষ্টা করেছি
,
তারপরেও হয়নি
কিন্তু ভা
লো
খেলার জন্য ভা
লো
ভাবে প্রস্তুত হওয়া খুব প্রয়োজন
এই কারণেই আলাদাভাবে অনুশীলন করা
।’
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.