ঘন ঘন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সফর হওয়া উচিত : তামিম
"গ্যারান্টি দিয়ে বলছি যে বাংলাদেশের সমর্থক বেশি হবে"

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-03-17T05:55:21+06:00
আপডেট হয়েছে - 2023-03-17T05:55:21+06:00
প্রায় ১৩ বছর আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড গিয়েছিল বাংলাদেশ। এফটিপি বলছে, ২০২৭ পর্যন্ত নেই বাংলাদেশের ইংল্যান্ড সফর। অস্ট্রেলিয়া সফর হয়েছে আরও আগে। বাংলাদেশের এত কম ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সফরে হতাশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায়-আরো-সফর-চান-তামিম
ইংল্যান্ডের গণমাধ্যম মিরর স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম স্মৃতিচারণ করেন বাংলাদেশের সর্বশেষ ইংল্যান্ড সফরের। সেই সফরে লর্ডসে শতক হাঁকিয়ে অনার্স বোর্ডে নাম লিখিয়েছিলেন তামিম।
ঐ সফরের টেস্ট সিরিজে করা দুইটি শতক নিয়ে তামিম বলেন, "২০১০ এর কথা, এখন অনেকদিন হয়ে গিয়েছে। কিন্তু ঐ ইনিংসগুলো আমি সবসময় মনে রাখব। আমাদের মতো দলের জন্য ইংল্যান্ডে শতরান করা সহজ না। আমি যখন ক্রিকেট ক্যারিয়ার শেষ করব তখন আমার হৃদয়ে যে স্মৃতিগুলো চিরকাল রেখে দিব, এটা সেরকম একটি।"
তবে এরপর আর ইংল্যান্ড সফরে না যেতে পারায় দুঃখ প্রকাশ করেন এ বামহাতি ওপেনার। তিনি বলেন, "ঐ শতক দুইটি সত্যি আমার হৃদয়ের খুব কাছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদেরকে আরো বেশি নিমন্ত্রণ জানানো প্রয়োজন তোমাদের। ঐটাই (২০১০) শেষবারের মতো খেলেছি এখনো যেটা খুব দূর্ভাগ্যজনক।"
"বাংলাদেশ এখন এমন অবস্থায় আছে যেখানে আমাদের আরো ঘন ঘন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর করা উচিত। জানিনা কেন এটা হয় না। ১৩ বছর হয়ে গিয়েছে আমরা সর্বশেষ ইংল্যান্ডে গিয়েছি। এত ভালো করার পরও আমরা আবার সফর করিনি, বিশেষ করে সাদা বলের ক্রিকেট খেলতে- এটা দুঃখজনক।"
শুধু তাই নয়, ইংল্যান্ড সফরে গেলে স্বাগতিকদের চাইতে বাংলাদেশের সমর্থক বেশি হবে- এ ব্যাপারে শতভাগ নিশ্চিত তামিম। তামিম মনে করিয়ে দেন ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কথাও।
তিনি বলেন, "আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে বাংলাদেশের সমর্থক বেশি হবে এবং ইংল্যান্ডের সমর্থক কম হবে। ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা যদি আপনার মনে থাকে, আমরা ইংল্যান্ডের সমর্থকদের চেয়ে সংখ্যায় বেশি ছিলাম। আমি মনে করি যে ফরম্যাটই আমরা খেলি, যদি আমরা ইংল্যান্ডে নিমন্ত্রণ পাই তাহলে সেটা ফুল হাউজ থাকবে।"
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।