তামিমের ফেরা: অশ্বিন অবাক, রাজস্থান রয়্যালসের কৌতুক

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-07-08T00:18:01+06:00
আপডেট হয়েছে - 2023-07-08T00:18:01+06:00
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পরেরদিনই তা প্রত্যাহার করেছেন বাংলাদেশের বামহাতি ওপেনার তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার সিদ্ধান্ত জানান তামিম। অবসর থেকে তামিমের ফিরে আসায় তাকে স্বাগত জানিয়েছে সতীর্থরা। প্রতিক্রিয়া এসেছে দেশের বাইরে থেকেও।
ভারতের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন টুইটারে শেয়ার করেছেন তামিম ইকবালের অবসর ভেঙে ফিরে আসার খবর। প্রধামন্ত্রীর কোথায় অবসর ভাঙা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এ অলরাউন্ডার। তিনি টুইটারে লিখেছেন "ওয়াহ (Woah)" ।
তামিমের একদিনের মধ্যেই ফিরে আসা নিয়ে একটি ছবির কোলাজে পোস্ট করা হয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের টুইটার থেকে। ২০২৩ সালের সবচেয়ে দ্রুততম ঘটনাগুলো- এমন ক্যাপশনে দেওয়া কোলাজের চার ছবিতে রয়েছে সর্বশেষে আইপিএলে করে মহেন্দ্র সিং ধোনির একটি দ্রুতগতির স্টাম্পিং, ১৩ বলে অর্ধশতক করার পর যশস্বী জয়সাওয়ালের উদযাপন, অ্যাশেজের তৃতীয় টেস্টে গতির ঝড় তোলা মার্ক উড ও তামিম ইকবাল।
অর্থাৎ, তামিমের অবসর গ্রহণ ও ফিরে আসা যে খুব অল্প সময়ের মধ্যেই হয়েছে সেটিই বোঝানো হয়েছে এ কোলাজে।এ টুইটের প্রতিক্রিয়াতেও হয়েছে হাসাহাসি।
এছাড়া স্বাগতও জানিয়েছেন কেউ কেউ। পাকিস্তানের ক্রিকেট অনুসারী ফরিদ খান তার টুইটে স্বাগতম জানানোর পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন ১৯৯২ সালে পাকিস্তানের প্রেসিডেন্টের কথায় ইমরান খানের অবসর ভেঙে বিশ্বকাপ খেলা ও প্রধানমন্ত্রীর অনুরোধে জাভেদ মিয়াদাঁদের ১৯৯৬ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলে যাওয়ার কথা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।