Scores

অনুশীলনে মুশফিকের চোট, গুরুতর নয় বলছেন চিকিৎসক

উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে চোট পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে চোট গুরুতর নয় বলে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। 

 

মুশফিকের সেই ‘ভালোবাসা’ স্ত্রীর জন্য

২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হয়েছিল বাংলাদেশ-উইন্ডিজ প্রথম টেস্ট। পাঁচদিনের টেস্ট ম্যাচ হলেও মাত্র আড়াই দিনে জিতে যায় বাংলাদেশ। তাই পরের টেস্টের আগে বড় বিরতি পেয়েছিল দুই দল। সিরিজের দ্বিতীয় টেস্ট ঢাকায় ৩০ নভেম্বর। প্রথম টেস্টের পর বিরতি শেষে আজ (বুধবার) অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।

Also Read - ১০টি নো বল চোখে পড়েনি আম্পায়ারের!


মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের প্রথম দিনেই ইনজুরিতে পড়েছেন মুশফিক। নেটে ব্যাট করার সময় আকস্মিক একটি বল লাফিয়ে আঘাত হানে মুশফিকুর রহিমের ডান হাতের বুড়ো আঙুলে। ব্যথায় অনুশীলন বন্ধ করে দেন মুশফিক। এরপর সাথে সাথেই এক্স-রে করা হয়, তবে কোনও চিড় ধরা পড়েনি। আজ আর অনুশীলন করেননি মুশফিক।

তবে চোট গুরুতর নয় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী। ব্যথার কারণে আজ আর অনুশীলন না করে মুশফিককে বিরতিতে থাকতে বলা হয়েছে। মুশফিকের আকস্মিক এই ইনজুরি প্রসঙ্গে

দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘ও (মুশফিকুর রহিম) একটু আঙুলে ব্যথা পেয়েছে। আমরা একটু আগে এক্স-রে করেছি। রিপোর্টে কোন চিড় পাইনি। আমার মনে হয় এটা গুরুতর কিছু না। তবে যেহেতু একটা ব্যথা পেয়েছে কাজেই আজ পুরোপুরি বিশ্রামে থাকবে।’ 

উল্লেখ্য, ইনজুরিতে জর্জরিত বাংলাদেশ ক্রিকেট দল। ইনজুরির কারণে টেস্ট সিরিজে নেই বাংলাদেশের নিয়মিত ওপেনার তামিম ইকবাল খান। প্রথম টেস্টের পরে ইনজুরিতে ছিঁটকে গেছেন আরেক ওপেনার ইমরুল কায়েসও।  দ্বিতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৩০ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও উইন্ডিজ। চট্টগ্রাম টেস্টে  ৬৫ রানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা।

[আরও পড়ুনঃ ১০টি নো বল চোখে পড়েনি আম্পায়ারের!]

Related Articles

লক্ষ্মণ-গাঙ্গুলিদের বাংলাদেশ বন্দনা

ভিডিওঃ উইন্ডিজের বিপক্ষে টাইগারদের বিজয়ের মুহূর্ত

২০ নাকি ২৩ বলে ফিফটি করেছিলেন মোসাদ্দেক?

অ্যালেনকেই ‘টার্গেট’ করেছিলেন মোসাদ্দেকরা

বাংলাদেশের জয়ে টুইটারে যত প্রতিক্রিয়া