তাসকিনদের বিদায় করে শেষ চারে মুশফিকের জোহানেসবার্গ
পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করল জোহানেসবার্গ বাফেলোস

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-07-28T01:17:37+06:00
আপডেট হয়েছে - 2023-07-28T01:17:37+06:00
Harare Hurricanes vs Joburg Buffaloes
Harare Sports Club

Harare Hurricanes
81/7 (10)

Joburg Buffaloes
85/1 (6.2)
Joburg Buffaloes won by 9 wickets
ম্যান অব দ্য ম্যাচ | Mohammad Hafeez (Pakistan) |
জিম আফ্রো টি-১০ লিগে হারারে হারিকেন্সের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে মুশফিকুর রহিমের জোহানেসবার্গ বাফেলোস। এ জয়ে নিশ্চিত হয়েছে তাসকিন আহমেদের বুলাওয়ে ব্রেভসের বিদায়।
প্রথমে ব্যাট করতে নেমে হারারে হারিকেন্সের দুই ওপেনার রবিন উথাপ্পা ও এভিন লুইস মোটেও সুবিধা করতে পারেননি। রবিন উথাপ্পা ১৩ বল খেলে মাত্র ৭ রান করে ভিক্টর নিউয়াচির বলে আউট হন। উথাপ্পার বিদায়ের পরের ওভারেই মোহাম্মদ হাফিজের বলে বোল্ড হন এভিন লুইস।
ঐ ওভারে রেজিস চাকাভার উইকেটও নেন হাফিজ। রাউন্ড দ্যা উইকেটে আসা এ অফ-স্পিনারের বল তুলে মারার চেষ্টায় ব্যাটে-বলে সংযোগ ঘটাতে পারেননি চাকাভা। সহজ ক্যাচ লুফে নেন রবি বোপারা। এরপর হাল ধরেন ডোনাভন ফেরেরা ও মোহাম্মদ নবী। তারা মিলে যোগ করেন ২৯ রান। ফেরেইরাকে ফিরিয়ে এ জুটির ইতি টানেন ব্লেসিং মুজারাবানি।
এরপর নবীকে বোল্ড করেন নূর আহমেদ। সুইপ করতে গিয়ে পুরোপুরি পরাস্ত হন নবী। নবী ১৪ বলে ১৯ রান করে বিদায় নেন। শেষে ইরফান পাঠান ও তাশিঙ্গা মুসেকিওয়ার ব্যাট থেকে আসে একটি করে ৬। ১০ ওভারে ৮১ রানের পুঁজি পায় হারারে হারিকেন্স।
রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সঙ্গী মোহাম্মদ হাফিজকে হারান ওপেনার টম ব্যান্টন। শ্রীশান্তের করা অফ স্টাম্পের বেশ বাইরের বল তাড়া করে খেলতে গিয়ে মিড অফে ক্যাচ তুলে দেন হাফিজ। এরপর আর কোনো উইকেট ফেলতে পারেনি হারারের বোলাররা। তাদের ব্যাট হাতে রীতিমতো শাসন করেছেন ব্যান্টন ও উইল স্মিড।
ব্যান্টন ও স্মিডের বিধ্বংসী ব্যাটিংয়ে ২২ বল হাতে রেখে ম্যাচ জিতে যায় জোহানেসবার্গ বাফেলোস। ৫ চার ও ৩ ছক্কা মারা স্মিড অপরাজিত ছিলেন ১৯ বলে ৪৪ রান করে। ব্যান্টনের ব্যাট থেকে আসে ৩১ রান। বড় ব্যবধানের এ জয়ে তারা পৌঁছে গিয়েছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।