অবশেষে বর্ষসেরার বিশেষ 'ক্যাপ' পেলেন মুশফিক
২০২১ সালে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছিলেন টাইগার উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। এবার আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে আইসিসির বিশেষ 'ক্যাপ' বুঝে পেলেন এই ক্রিকেটার।

Adnan Ahmedক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-07-28T15:38:00+06:00
আপডেট হয়েছে - 2022-07-28T15:50:46+06:00
খেলার সারসংক্ষেপ
চলতি বছরের ২০ জানুয়ারি ২০২১ সালের জন্য নির্বাচিত আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নেওয়ার সুখবর পান টাইগার উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। মুশফিকের সাথে আইসিসির বর্ষসেরা ঐ একাদশে জায়গা পান অপর দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাওয়ার প্রায় ছয় মাস পর আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন মুশফিক। ২৮ জুলাই (বৃহস্পতিবার) আইসিসির তরফ থেকে বিশেষ 'ক্যাপ' বুঝে পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল৷
আইসিসির বর্ষসেরা খেলোয়াড়ের বিশেষ 'ক্যাপ' বুঝে পেয়েছেন মুশফিকুর রহিম।
মহামারীর বাঁধা পেছনে ফেলে গেল বছর ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত ব্যাটিং করেছেন মুশফিক। ২০২১ সালে ৯টি ওয়ানডে ম্যাচ খেলে এক সেঞ্চুরিসহ করেন ৪০৭ রান। ব্যাটিং গড়ও ছিল দুর্দান্ত, ৫৮.১৪। এছাড়া উইকেটের পেছনে থেকে ৮টি ক্যাচ ও ২টি স্ট্যাম্পিং করে ব্যাটারদের প্যাভিলিয়নে ফেরার পথ সহজ করে দেন।
এমন পারফরম্যান্সের কারণেই ২০২১ সালের আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে উইকেটকিপার ব্যাটার হিসেবে জায়গা করে নেন মুশফিক। বর্ষসেরা একাদশের খেলোয়াড় হিসেবে আইসিসির বিশেষ 'ক্যাপ' বুঝে পেয়েছেন এই ক্রিকেটার। ঐ ক্যাপ পরিহিত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সাথে শেয়ার করে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুশফিক লিখেছেন 'আলহামদুলিল্লাহ'।
উল্লেখ্য, মুশফিক ছাড়াও ২০২১ সালের বর্ষসেরা একাদশে দুই বাংলাদেশি সাকিব ও মুস্তাফিজও জায়গা পান। গেল বছর ৯ ওয়ানডেতে ৩৯.৫৭ গড়ে ব্যাট হাতে ২৭৭ রানের পাশাপাশি বল হাতে ১৭টি উইকেট শিকার করে আইসিসির বর্ষসেরা একাদশে জায়গা পান সাকিব। একই বছরে ১০টি ওয়ানডেতে ১৮টি উইকেট শিকার করে মুস্তাফিজ ছিলেন আইসিসির বর্ষসেরা একাদশের বোলিং ইউনিটের প্রাণ।
এক নজরে ২০২১ সালের আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ :
পল স্টার্লিং, ইয়ানেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুষ্মন্ত চামিরা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।