আইপিএলের মেগা নিলামের যত তথ্য
বেশ কিছু তারকা ক্রিকেটারের নাম উঠবে নিলামে।

আইপিএলের মেগা নিলামের যত তথ্য
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2024-11-08T18:59:48+06:00
আপডেট হয়েছে - 2024-11-08T18:59:48+06:00
আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দা শহরে আয়োজিত হতে যাচ্ছে আইপিএলের আসন্ন মৌসুমের মেগা নিলাম। দ্বিতীয়বারের মত আইপিএলের নিলাম ভারতের বাইরে হতে যাচ্ছে। ২০২৪ সালের আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
এবারের নিলামকে ‘মেগা নিলাম’ বলার কারণ আছে। তিন বছর
পর আইপিএলের দলগুলোকে ঢেলে সাজানো হয়। পুরনো কিছু ক্রিকেটারকে রিটেইন করে বাকিদের
নিলামের জন্য ছেড়ে দেয় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। নিলাম থেকে পরবর্তী তিন বছরে দলের
পরিকল্পনা, ক্রিকেটারদের পারফরম্যান্স, বয়স সবকিছু বিবেচনা করে ক্রিকেটারদের দলে
টানে ফ্র্যাঞ্চাইজিগুলো। পরের তিন বছরের পরিকল্পনা মাথায় রেখে দল গড়ে থাকে সকলে।
তিন মৌসুম প্রায় কাছাকাছি ধরনের দল নিয়েই খেলে থাকে ফ্র্যাঞ্চাইজিরা। তখন যত খুশি তত ক্রিকেটারদের রিটেইন করার সুযোগ থাকে। এছাড়া তিন বছরের মাঝের সময়ে আয়োজিত হয় ‘মিনি নিলাম’, যা ১ দিনেই শেষ হয়। অন্যদিকে ‘মেগা নিলামে’ প্লেয়ারের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে ২ দিন নিলাম চলে।
এখনও পর্যন্ত ১৫৭৪ জন ক্রিকেটার আইপিএলের মেগা নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন। তবে পরে আইপিএল কর্তৃপক্ষ এবং ফ্র্যাঞ্চাইজিদের সভার পর এই তালিকা আরও ছোট করা হবে। কিন্তু নিশ্চিতভাবেই ভারত এবং বিদেশি বড় তারকা ক্রিকেটারদের দেখা যাবে নিলামে।
নিলামে কাড়াকাড়ি হতে এমন ক্রিকেটার আছেন অনেকেই। অনেক ফ্র্যাঞ্চাইজিই তাদের বড় তারকাদের ছেড়ে দিয়েছেন নিলামের জন্য। ভারতীয়দের মধ্যে রিশভ পান্ট, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষাণ, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি, হার্শাল প্যাটেল, আরশদীপ সিং, খলিল আহমেদ, দীপক চাহার, ভেঙ্কটেশ আইয়ার, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদবের মত বেশ কিছু ক্রিকেটারকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে টানাটানি হতে পারে। সবার পছন্দের তালিকায় শীর্ষেই থাকার কথা এদের।
অনেক তারকা ক্রিকেটারের নামই তোলা হবে আইপিএলের মেগা নিলামে।
এছাড়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে বড় নাম হিসেবে নিলামে থাকবেন ডেভিড ওয়ার্নার, ফাফ ডু প্লেসি, জস বাটলার, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, রাচিন রবীন্দ্র, কাগিসো রাবাদা, মুস্তাফিজুর রহমান, ডেভন কনওয়ে, টিম ডেভিড, কুইন্টন ডি কক, লিয়াম লিভিংস্টোনসহ আরও অনেকেই। এদের নিয়েও ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে কাড়াকাড়ি হতে পারে।
সব দলকে ১২০ কোটি রুপি খরচের সীমা বেঁধে দেওয়া হয়েছে। তবে রিটেইন করা ক্রিকেটারদের পেছনে এর মধ্যে কিছু রুপি খরচ করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিরা। ফলে বাকি থাকা রুপি দিয়ে নিলাম থেকে প্লেয়ার কিনতে পারবে একেকটি ফ্র্যাঞ্চাইজি। সবচেয়ে বেশি হাতে আছে পাঞ্জাব কিংসের, ১১০ কোটি ৫০ লাখ রুপি। দ্বিতীয় অবস্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, ৮৩ কোটি রুপি নিয়ে। এরপর দিল্লী ক্যাপিটালস (৭৩ কোটি রুপি), গুজরাট টাইটান্স (৬৯ কোটি রুপি), লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (৬৯ কোটি রুপি), চেন্নাই সুপার কিংস (৫৫ কোটি রুপি), কলকাতা নাইট রাইডার্স (৫১ কোটি রুপি), মুম্বাই ইন্ডিয়ান্স (৪৫ কোটি রুপি), সানরাইজার্স হায়দরাবাদ (৪৫ কোটি রুপি) এবং রাজস্থান রয়্যালস (৪১ কোটি রুপি)।
প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে সর্বনিম্ন ১৮ জন এবং সর্বোচ্চ ২৫ জন নিয়ে দল গঠন করতে হবে। এর মধ্যে সর্বোচ্চ ৮ জন বিদেশি ক্রিকেটার দলে নেওয়া যাবে। ১০টি ফ্র্যাঞ্চাইজি সর্বমোট ৪৬ জন ক্রিকেটারকে রিটেইন করেছে। ফলে সব মিলে সর্বোচ্চ আরও ২০৪ জন ক্রিকেটার দলে নেওয়া যাবে। এছাড়া ১০ ফ্র্যাঞ্চাইজি মিলে ১০ জন বিদেশি ক্রিকেটারকে রিটেইন করেছে। ফলে আরও সর্বোচ্চ ৭০ জন বিদেশিকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
রাইট টু ম্যাচ কার্ড বা আরটিএম ব্যবহার করার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। মেগা নিলামের আগে ৬ জন করে পুরনো ক্রিকেটার রিটেইন করার সুযোগ ছিল প্রতিটি ফ্র্যাঞ্চাইজির। এর মধ্যে অনেকে ৬, অনেকে ৫, অনেকে আবার ২ জন ক্রিকেটার রিটেইন করেছে। এখন যেসব ফ্র্যাঞ্চাইজি ৬ জনের কম ক্রিকেটার রিটেইন করেছে তাদের সামনে সুযোগ থাকবে আরটিএম কার্ড ব্যবহার করে পুরনো কাউকে দলে ফেরানোর।
শিরোপা জেতানো অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে রিটেইন করেনি কলকাতা নাইট রাইডার্স।
উদাহরণস্বরূপ চেন্নাই সুপার কিংস রিটেইন করেছে রুতুরাজ গাইকোয়াদ, রবীন্দ্র জাদেজা, শিভাম দুবে, মাথিশা পাথিরানা এবং মহেন্দ্র সিং ধোনিকে। এই ৫ জনকে রিটেইন করার ফলে চেন্নাই আরটিএম ব্যবহার করতে পারবে একবার। ধরা যাক, নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে বিড করে ২ কোটি রুপিতে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজ চেন্নাইয়ের পুরনো ক্রিকেটার হওয়ায় ঠিক ২ কোটি রুপি খরচ করেই আরটিএম কার্ড ব্যবহার করে মুস্তাফিজকে দলে নিয়ে নিতে পারবে চেন্নাই, পাবে না কলকাতা।
তবে কলকাতা এবং রাজস্থান নিলামের আগেই ৬ জনকে রিটেইন করে ফেলায় আরটিএম কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছে না। বাকিরা পারবে নিজেদের রিটেইন করার স্থান ফাঁকা থাকা অনুযায়ী। ৫ জন রিটেইন করে থাকলে ১ বার, ৪ জন রিটেইন করে থাকলে ২ বার, ৩ জন রিটেইন করে থাকলে ৩ বার, ২ জন রিটেইন করে থাকলে ৪ বার আরটিএম কার্ড ব্যবহারের সুযোগ থাকছে।
মাত্র ২ জন প্লেয়ার রিটেইন করার কারণে সবচেয়ে বেশি আরটিএম কার্ড ব্যবহারের সুযোগ থাকছে পাঞ্জাব কিংসের কাছে। এছাড়া নিলাম থেকে সরাসরি বিড করে যেকোনো ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ তো যেকোনো দলের জন্যই থাকছে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।