
আফগানিস্তানের সেমিফাইনালে খেলার সমীকরণ
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-11-01T23:21:47+06:00
আপডেট হয়েছে - 2023-11-01T23:21:47+06:00
বিশ্বকাপে একের পর এক মহাকাব্য রচনা করছে আফগানিস্তান। তিন বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক তিনটি জয় তুলে নিয়েছে আফগানরা। তাদের এমন অসাধারণ স্বপ্নযাত্রায় এবার সম্ভাবনা তৈরি হয়েছে সেমিফাইনালে খেলার। [এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল]
বিশ্বকাপে বিশ্ব কাঁপাচ্ছে আফগানিস্তান। ছবি : গেটি ইমেজস
বিশ্বকাপে এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৩টিতে জিতেছে আফগানিস্তান। ৬ পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। সমান পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে আছে পাকিস্তান। নেট রান রেটটা খুব একটা ভালো নয় আফগানদের। ঋণাত্মক ০.৭১৮ রান রেটটাই সেমির পথে তাদের সবচেয়ে বড় বাঁধা। তবে আশা আছে এখনও।
আফগানিস্তানের ম্যাচ বাকি আছে ৩টি, সেই ৩ ম্যাচে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। তাদের জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজেদের বাকি ৩ ম্যাচের ৩টিতেই জেতা। সেক্ষেত্রে ১২ পয়েন্ট নিয়ে লিগ পর্বের খেলা শেষ করবে আফগানিস্তান। অন্য দলগুলোর মধ্যে বর্তমানে ৮ পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ড যদি তাদের বাকি দুই ম্যাচের মধ্যে একটিতে হারে এবং অস্ট্রেলিয়া যদি বাংলাদেশ বা ইংল্যান্ডের মধ্যে যেকোনো এক ম্যাচে হারে তাহলে ১০ পয়েন্ট নিয়ে লিগের খেলা শেষ করবে তারা। ১২ পয়েন্ট পাওয়া আফগানিস্তান তখন সহজেই চলে যাবে সেমিতে।
তবে সমীকরণ বেশ সহজ হলেও কাজটা এভারেস্টের চেয়েও বেশি কঠিন হওয়ার কথা আফগানদের জন্য। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দুই দলই দারুণ ফর্মে আছে এবারের বিশ্বকাপে। তবে ৩ ম্যাচের মধ্যে ২ ম্যাচে জিতলেও সুযোগ আছে আফগানিস্তানের। সেক্ষেত্রে ১০ পয়েন্ট নিয়ে লিগ পর্বের খেলা শেষ করবে আফগানরা। বাকি দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যদি ১টি করে ম্যাচ জিতে তখন তাদের পয়েন্টও হবে ১০। ফলে নেট রান রেটে এগিয়ে থাকা দল যাবে সেমিতে। এক্ষেত্রে অবশ্য পাকিস্তান, নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার সামনেও ১০ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। সবার পয়েন্ট ১০ হয়ে গেলে নেট রান রেটে এগিয়ে থাকা দুই দল ভারত এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে সেমিতে যাবে।
বিশ্বকাপ ছুটছে আফগানিস্তানের জয়রথ। ছবি : গেটি ইমেজস
তবে যদি নিউজিল্যান্ড বাকি দুই ম্যাচ এবং অস্ট্রেলিয়া বাকি তিন ম্যাচে হারে এবং নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, পাকিস্তান ১টি করে ম্যাচে হারে তাহলে নেট রান রেটের হিসাব ছাড়াই সেমিফাইনালে উঠে যাবে আফগানিস্তান।
যদি বাকি তিন ম্যাচের মধ্যে একটিতে জেতে আফগানরা তখন হিসাবটা বেশ জটিল হয়ে যাবে তাদের জন্য। সেক্ষেত্রে ৮ পয়েন্ট নিয়ে খেলা শেষ করবে আফগানিস্তান। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বাকি সব ম্যাচ হারলে এবং পাকিস্তান, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ১টি করে ম্যাচে হারলে এবং তাহলে সবার পয়েন্ট হবে ৮। নেট রান রেটে সবচেয়ে এগিয়ে থাকা দুই দল তখন চলে যাবে সেমিফাইনালে। এখানে অবশ্য ইংল্যান্ডেরও ৮ পয়েন্টে খেলা শেষ করার সুযোগ আছে। তবে পয়েন্ট টেবিলে তলানিতে থাকা ইংল্যান্ড বাকি তিন ম্যাচে খুব বড় ব্যবধানে জিততে না পারলে সেমির দৌড়ে আসতে না পারারই কথা। আরেকদিকে বাংলাদেশ তো সবার আগে বিদায় নিয়ে বসে আছে বিশ্বকাপ থেকে।
আফগানিস্তান সেমিফাইনালে যেতে পারুক আর নাই পারুক দুনিয়াজোড়া কোটি ক্রিকেট ভক্তের হৃদয় তারা জয় করে নিয়েছে ইতোমধ্যে। ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের এমন ঐতিহাসিক পারফরম্যান্স নিঃসন্দেহে মনে রাখবে গোটা ক্রিকেটবিশ্ব।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।