আবারও হারল গায়ানা, পরের ম্যাচ থেকে খেলবেন সাকিব
আয়োজক কর্তৃপক্ষ ও সাকিবের দল সাকিবের দলে যোগদান নিয়ে উৎসাহ দেখালেও তাকে এই ম্যাচের একাদশে দেখা যায়নি।

বিডিক্রিকটাইম স্টাফ Editor
প্রকাশিত হয়েছে - 2022-09-19T01:32:26+06:00
আপডেট হয়েছে - 2022-09-19T01:32:26+06:00
Barbados Royals vs Guyana Amazon Warriors
Queen's Park Oval, Port of Spain

Barbados Royals
107/6 (16)

Guyana Amazon Warriors
81/9 (16)
Barbados Royals won by 29 runs (D/L method)
ম্যান অব দ্য ম্যাচ | Jason Holder (West Indies) |
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে সাকিব আল হাসান পাড়ি জমিয়েছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। ইতোমধ্যে দলের সাথেও যোগ দিয়েছেন। তবে যোগ দেওয়ার পর পাওয়া দলের প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি তার। দলও এই ম্যাচ হেরেছে বড় ব্যবধানে।
সাকিব খেলবেন কি না- এই প্রশ্নের উত্তর খুঁজতে রবিবার (১৮ সেপ্টেম্বর) লাখ লাখ বাংলাদেশির চোখ ছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও বার্বাডোজ রয়্যালসের ম্যাচে। তবে শেষপর্যন্ত হতাশই হতে হয়েছে। আয়োজক কর্তৃপক্ষ ও সাকিবের দল সাকিবের দলে যোগদান নিয়ে উৎসাহ দেখালেও তাকে এই ম্যাচের একাদশে দেখা যায়নি।
সাকিবকে দলে নেওয়া হয়েছে মূলত প্রোটিয়া স্পিনার তাবরাইজ শামসির বদলি হিসেবে। গায়ানা পর্ব শেষে শামসির চলে যাওয়ার কথা। অর্থাৎ, বার্বাডোজের বিপক্ষে রবিবারের ম্যাচটি ছিল তার শেষ ম্যাচ। সাকিব খেলার জন্য বিবেচ্য হবেন পরের ম্যাচগুলোতে। মূলত এ কারণেই সাকিব বার্বাডোজের বিপক্ষে একাদশে ছিলেন না।
শামসির মতো গায়ানা পর্ব শেষ হওয়ায় সিপিএল ছেড়ে যাচ্ছেন আরও এক বিদেশি হেনরিখ ক্লাসেন। শামসি ও ক্লাসেনের বদলে গায়ানা দলে নেয় সাকিব ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজকে। তারা দুজনই গায়ানার পরের ম্যাচের একাদশে বিবেচ্য হওয়ার সুযোগ পাবেন।
গায়ানার লিগ পর্বে আর চারটি ম্যাচ বাকি আছে। ২২ সেপ্টেম্বর জ্যামাইকা তালাওয়াস, ২৩ সেপ্টেম্বর সেন্ট লুসিয়া কিংস, ২৫ সেপ্টেম্বর ত্রিনবাগো নাইট রাইডার্স ও ২৬ সেপ্টেম্বর আবারও বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে খেলবে দলটি। গায়ানার এবার শেষ চারে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। এখন পর্যন্ত মাত্র একটি জয় পাওয়া দলটি ৬ ম্যাচ খেলে অবস্থান করছে পয়েন্ট টেবিলের তলানিতে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।