
ঈশান-সূর্যের টর্নেডোতে জয় দিয়ে সিরিজ শুরু ভারতের
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-11-23T23:20:05+06:00
আপডেট হয়েছে - 2023-11-23T23:26:30+06:00
India vs Australia
Dr. Y.S. Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium

India
209/8 (19.5)

Australia
208/3 (20)
India won by 2 wickets
ম্যান অব দ্য ম্যাচ | Suryakumar Yadav (India) |
জয় দিয়েই টি-টোয়েন্টি সিরিজটা শুরু করল ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেটের জয় পেয়েছে ভারত। রানবন্যার ম্যাচে শেষ হাসিটা হেসেছে টিম ইন্ডিয়া।
ভারত পেয়েছে জয়ের দেখা। ছবি : গেটি ইমেজস
ভিশাখাপত্মের ডা. ওয়াই এস রাজাসেখারা রেডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। আগে ব্যাট করতে নেমে দেখেশুনে আগাচ্ছিলেন দুই অজি ওপেনার ম্যাথু শর্ট এবং স্টিভেন স্মিথ। উদ্বোধনী জুটি থেকে রান আসে ৩১। ১১ বলে ১৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান শর্ট।
এরপর ক্রিজে আসেন জশ ইংলিশ। পাওয়ারপ্লের ৬ ওভার থেকে ১ উইকেট হারিয়ে ৪০ রান তোলে অজিরা। এরপর সময়ের সাথে সাথে ক্রিজে থিতু হয়ে যান ইংলিশ। স্মিথও ছিলেন যথেষ্ট সাবলীল। এরপর স্মিথকে সাথে নিয়ে ভারতীয় বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন ইংলিশ। মারমুখি ব্যাটিংয়ে বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়ে এগিয়ে যেতে থাকেন ইংলিশ। স্মিথ অতটা মারমুখি না হলেও ভালোভাবেই সঙ্গ দিয়ে যাচ্ছিলেন ইংলিশকে।
ফিফটির দেখা পেয়েছেন দুজনই। তবে ইংলিশ টর্নেডো গতির ব্যাটিংয়ে কেবল ফিফটিতেই থেমে ছিলেন না। এগিয়ে যাচ্ছিলেন আরও বড় কিছুর দিকে। দুজনের জুটি তো বড় হচ্ছিলই এর পাশাপাশি দলের বোর্ডেও উঠছিল রান। ফিফটির পর অবশ্য খুব বেশিক্ষণ টেকেননি স্মিথ। ৪১ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। আউট হন দলের ১৬১ রানের মাথায়। ইংলিশ এবং স্মিথের জুটি থেকে আসে ১৩০ রান, বল লেগেছে মাত্র ৬৭টি।
ইংলিশ হাঁকান দারুণ এক সেঞ্চুরি। ছবি : গেটি ইমেজস
ইংলিশের তাণ্ডব অবশ্য চলছিলই। ইনিংসের শেষ দিকে তিন অঙ্কের ম্যাজিক ফিগারটাও ছুঁয়ে ফেলেন তিনি। সেঞ্চুরি হাঁকিয়ে খেলেন ৫০ বলে ১১০ রানের বিস্ফোরক ইনিংস। শেষ দিকে আবার ছোট্ট এক ক্যামিও খেলেছেন টিম ডেভিড। তার ১৩ বলে ১৯ রানের অপরাজিত ইনিংসে চড়ে ২০০ রানের কোটা পার করে অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ২০৮ রানের সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া।
ভারতের হয়ে ১টি করে উইকেট শিকার করেন প্রসিধ কৃষ্ণা এবং রবি বিষ্ণই। তবে উইকেট নিলেও দুজনই ছিলেন বেশ খরুচে।
জয় দিয়ে সিরিজ শুরু করল ভারত। ছবি : গেটি ইমেজস
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত ২ উইকেট হারিয়ে ফেলে ভারত। ২২ রানের মধ্যে দুই ওপেনার ঋতুরাজ গাইকোয়াদ এবং যশস্বী জাইসওয়াল সাজঘরে ফিরে যান। গাইকোয়াদ মেরেছেন ডায়মন্ড ডাক অর্থাৎ ০ বলে ০ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। জাইসওয়াল আউট হওয়ার আগে খেলেছেন ৮ বলে ২১ রানের ঝলমলে এক ইনিংস।
এরপর জুটি বাঁধেন ঈশান কিষাণ এবং সূর্যকুমার যাদব। শুরুর বিপদকে সামাল দিতে অজি বোলারদের কাউন্টার অ্যাটাক করেন দুজন। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে সচল হয় ভারতের রানের চাকা। লক্ষ্যের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকে ভারত। পাওয়ারপ্লের ৬ ওভারে ভারত রান তোলে ৬৩, উইকেট হারায় ২টি।
এরপরেও চলেছে ঈশান এবং সূর্যকুমারের তাণ্ডব। মারমুখি ব্যাটিংয়ে দলের চাহিদা মিটিয়ে রান তুলতে থাকেন দুজন। অজি বোলারদের পিটিয়ে তুলোধুনো করছিলেন ঈশান এবং সূর্যকুমার। আগ্রাসী ব্যাটিংয়ে দলকে জয়ের খুব কাছে নিয়ে যাচ্ছিলেন দুজন। কাছাকাছি সময়ে ফিফটির দেখাও পেয়েছেন ঈশান এবং সূর্যকুমার।
সূর্যকুমার ছিলেন চেনা ছন্দে। ছবি : গেটি ইমেজস
তবে ফিফটির পরপরই থামেন ঈশান। ৩৯ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলে দলীয় ১৩৪ রানের মাথায় আউট হন ঈশান। বাকি সময়ে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে গেছেন সূর্যকুমার। ব্যাট হাতে নিজের টর্নেডো গতির ব্যাটিং অব্যাহত রাখেন ভারতীয় অধিনায়ক। শেষ দিকে তার সাথে যোগ দেন রিঙ্কু সিংও। ইনিংসের একদম শেষ ভাগে আউট হন সূর্যকুমার। সাজঘরে ফেরার আগে খেলেন ৪২ বলে ৮০ রানের অনবদ্য এক ইনিংস।
শেষ দিকে ২ রান আউটের ফলে কিছুটা জমে ওঠে ম্যাচ। তবে দলের ভরসা হয়ে টিকে থাকা রিঙ্কু দলকে জেতাতে কোনো ভুল করেননি। একদম শেষ বলে দরকার ছিল ১ রান। শন অ্যাবটের করা নো বলে ছক্কা হাঁকান রিঙ্কু। দলও পায় জয়ের স্বাদ। তবে নো বল হওয়ায় ছক্কাটি হিসাবে আসবে না। ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। ১৪ বলে ২২ রানের ক্যামিও ইনিংস খেলেন রিঙ্কু।
অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট নেন তানভির সাঙ্ঘা। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন শন অ্যাবট, ম্যাথু শর্ট, জেসন বেহরেনডর্ফ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।