এই রিয়াদকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল, বিশ্বাস হয় না হার্শার

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-06-08T15:35:12+06:00
আপডেট হয়েছে - 2024-06-08T15:35:12+06:00
ফর্মের তুঙ্গে থাকা এই অভিজ্ঞ ক্রিকেটার শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের অন্যতম নায়ক, কারও কারও মতে রিয়াদের কারণেই জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার ১২৪ রান টপকে যাওয়ার লক্ষ্যে ব্যাট করতে নেমে একের পর এক আত্মঘাতী উইকেটে চাপে পড়ে যায় টাইগাররা। ৮ উইকেট শিকারের পর শ্রীলঙ্কা দেখতে শুরু করে জয়ের স্বপ্ন। তখন রিয়াদের ঠাণ্ডা মাথার ফিনিশিংই দলকে জয়ের বন্দরে নিয়ে যায় ১ ওভার বাকি থাকতে।
সেই রিয়াদকেই একটা সময় দল থেকে বাদ দেওয়া হয়েছিল, এমনকি গত টি-২০ বিশ্বকাপেও খেলতে দেওয়া হয়নি। হার্শা সেদিকে ইঙ্গিত করেই সোশ্যাল প্লাটফর্ম লিখেছেন, 'বাংলাদেশ একসময় মাহমুদউল্লাহকে ছাড়াই এগিয়ে যেতে চেয়েছিল, বিশ্বাসই হচ্ছে না।'
হার্শার সেই টুইটে ভারতীয়রা মেতেছেন রিয়াদ বন্দনায়। অপূর্ব আনন্দ লিখেছেন, 'তিনি বরফের মতো ঠাণ্ডা মানুষ। ভালো খেলেন, ভালো বোলার এবং এমন ম্যাচ সামলাতে অভিজ্ঞ।' সত্য প্রকাশ লিখেছেন, 'সাদা বলে রিয়াদই বাংলাদেশের সেরা ব্যাটার। বিশেষ করে ফিনিশার হিসেবে। দলকে অনেক ম্যাচ জিতিয়েছে।' আর যশ পাওয়ার তো লিখেই দিয়েছেন, 'বাংলাদেশের স্কোয়াডের সেরা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।