ক্রমাগত ব্যাটিং ব্যর্থতা কিছুতেই মানতে পারছেন না সাকিব
টপ অর্ডারের ব্যর্থতায় প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম সেশনে ৬ উইকেট হারানোয় ওখানেই ম্যাচ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ- মনে করেন অধিনায়ক সাকিব আল হাসান।

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2022-06-19T21:06:03+06:00
আপডেট হয়েছে - 2022-06-19T21:14:00+06:00
West Indies vs Bangladesh
Sir Vivian Richards Stadium, Antigua

West Indies
265/10 (112.5) 88/3 (22)

Bangladesh
103/10 (32.5) 245/10 (90.5)
West Indies won by 7 wickets
ম্যান অব দ্য ম্যাচ | Kemar Roach (West Indies) |
খেলার সারসংক্ষেপ
নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের পর আর কোনো টেস্ট এখনও জিততে পারেনি বাংলাদেশ। জয় দূরে থাক, টাইগাররা ড্র করার মত পারফরম্যান্সও করতে পারছে না। অ্যান্টিগা টেস্টে চতুর্থ দিনের প্রথম সেশনেই বাংলাদেশ হেরে গেছে ৭ উইকেটে। আর বিগত কয়েক টেস্টের মতো এবারও দৃষ্টিকটু পারফরম্যান্স ছিল ব্যাটিং ইউনিটের বিশেষত টপ অর্ডারের।
টেস্টে অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনে সাকিবের শুরুটা হল হার দিয়ে। ফাইল ছবি
টপ অর্ডারের ব্যর্থতায় প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম সেশনে ৬ উইকেট হারানোয় ওখানেই ম্যাচ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ- মনে করেন অধিনায়ক সাকিব আল হাসান। টেস্টে ব্যাটিং ইউনিটের ক্রমাগত এই ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি।
সাকিব টস সেশনে জানিয়েছিলেন, প্রথমে বোলিং করতে চেয়েছিল বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে নতুন বলের ফায়দা লুটেছে ক্যারিবীয়রা। তবে এতে পুরোটাই বাংলাদেশের ব্যর্থতা- মনে করেন সাকিব।
তিনি বলেন, 'টস অনেক বড় ভূমিকা রেখেছে। তবে এটা নিয়ে অভিযোগ করা যাবে না। টস আমাদের হাতে ছিল না। আমাদের এটা মেনে নিয়ে ভালো ব্যাটিং করতে হত। উইকেট কঠিন ছিল ব্যাটিংয়ের জন্য। তবে আমরা আরও ভালোভাবে প্রয়োগ ঘটাতে পারলে প্রথম সেশনে ৬ উইকেট হারাতাম না। ২ উইকেট হারালেও চলত। এরপর উইকেট ক্রমশ ভালো হতে থাকে।'
'এই এক সেশনই আমাদের শেষ করে দিয়েছে। পুরো ম্যাচেই আমরা ব্যাকফুটে ছিলাম। অনেক জায়গায় উন্নতি করতে হবে। তবে বোলারদের পারফরম্যান্সে খুশি।'
টেস্টে ব্যাটিং ইউনিটের লাগাতার ব্যর্থতা সাকিব মেনেই নিতে পারছেন না। ব্যাটারদের বোলারদের ম্যাচ জেতানোর মত পুঁজি এনে দিতে বারবার ব্যর্থ হওয়ার কারণে ম্যাচ হারতে হচ্ছে বাংলাদেশকে। অথচ ব্যাটাররা ভালো করলে জয়ের সমীকরণ যে কঠিন নয়, মনে করিয়ে দিলেন সেই কথা
তিনি বলেন, 'এটা মেনে নেওয়ার মত না। আর আমরা এখন এমন নিয়মিতই করছি। টেস্টে গত ৪-৫ ম্যাচে এমন হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মত নয়। ব্যাটারদের রান করার পথ খুঁজতে হবে, উইকেটে টিকে থাকার উপায় খুঁজতে হবে। তাতে অন্তত টিকে থাকতে পারবেন। তখন না বোলাররা ম্যাচ জেতাবে! এই সহজ সমীকরণটা নিয়েই আমাদের কাজ করতে হবে, উন্নতি করতে হবে।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।