ক্রিকেট নিয়ে বিশ্বের প্রথম মেটাভার্স নিয়ে এলো ইসলামাবাদ ইউনাইটেড

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2023-02-05T09:53:59+06:00
আপডেট হয়েছে - 2023-02-05T09:53:59+06:00
সময়ের সাথে সাথে আধুনিক হচ্ছে প্রযুক্তি, সেই সাথে প্রযুক্তির উৎকৃষ্ট ব্যবহারও সমীহ জাগানিয়া। মেটাভার্স এমনই এক জায়গা, যেখানে ইন্টারনেটকে দেওয়া হয় প্রাণ। এমন এক ভার্চুয়াল পরিবেশ মেটাভার্স, যেখানে এই ভার্চুয়াল জগতকে সত্যিকারের জগত বলে মনে হয়। এবার সেই মেটাভার্সে নিয়ে আসা হল ক্রিকেট।
মেটাভার্সে ক্রিকেটকে পরিচয় করিয়ে দিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেড। পিএসএলের প্রাক্বালে বিশ্বের প্রথম ডিজিটাল স্টেডিয়াম প্রকাশ করেছে তারা, যা বিশ্বের প্রথম ক্রিকেটীয় মেটাভার্স।
ইউ-মেটা স্টেডিয়াম নামের এই ডিজিটাল স্টেডিয়াম আছে বিশ্বের বিখ্যাত মেটাভার্স ডিসেন্ট্রাল্যান্ডে, যা সহজেই পাওয়া যাবে এন্ড্রয়েডের মাধ্যমে। সেখানে প্রবেশ করলেই নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার সুযোগ পাবেন ব্যবহারকারীরা, এমনকি খেলোয়াড়দের অবতারের সাথে কথাবার্তা বলতে পারবেন।
ব্লকচেইন ও এনএফটি প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল কার্ড সংগ্রহের ব্যবস্থাও চালু করেছে ইসলামাবাদ ইউনাইটেড। ভেগাস সিটির প্রধান নির্বাহী জেমস অ্যাশটন বলেন, 'ইসলামাবাদ ইউনাইটেড পাকিস্তানের পাশাপাশি বিশ্বের অন্যান্য ক্রিকেট সমর্থকদের উদ্ভাবনী ও নতুন ধারণা চালুর মাধ্যমে গর্বিত। ডিসেন্ট্রাল্যান্ড ও ভেগাস সিটির মতো ইন্ডাস্ট্রি লিডারদের মধ্যমে মেটাভার্সে এই অভূতপূর্ব অভিজ্ঞতা প্রদানের ব্যাপারে আমি অনেক রোমাঞ্চিত। আমরা সমর্থকদের অভিজ্ঞতা আরও গভীরে নিয়ে যাওয়ার ব্যাপারে মুখিয়ে আছি।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।