গম্ভীরকে শুভকামনা জানিয়ে বার্তা দ্রাবিড়ের

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-07-27T12:45:16+06:00
আপডেট হয়েছে - 2024-07-27T12:45:16+06:00
ভারতের নতুন কোচ হিসেবে যাত্রা শুরু করেছেন গৌতম গম্ভীর, যিনি স্থলাভিষিক্ত হলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো কোচ রাহুল দ্রাবিড়ের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে গম্ভীরের নতুন যাত্রা শুরুর প্রাক্বালে তাকে শুভকামনা জানিয়েছেন প্রাক্তন কোচ দ্রাবিড়।
ভারতের প্রধান কোচের চাকরিকে সবচেয়ে রোমাঞ্চকর কাজ হিসেবে অভিহিত করে দ্রাবিড় বলেছেন, 'সবচেয়ে রোমাঞ্চকর কাজের জন্য, ভারতের কোচের পদে বসার জন্য তোমার স্বাগতম। আমার মেয়াদ শেষ হয়েছে তিন সপ্তাহ হলো। দুর্দান্ত একটা যাত্রা ছিল, যা কখনও ভুলতে পারব না। আমি চাইব ভারতের কোচ হিসেবে তুমিও এই সাফল্য পাও।'
তবে সবসময় তো আর নিজের সেরাটা দিয়ে প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাওয়া যায় না। দ্রাবিড় নিজেই এর ভুক্তভোগী। টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনালে তুলেও শিরোপা জিতেছেন মাত্র একবার। তাই গম্ভীরকে ভাগ্য পাশে পাওয়ার শুভকামনাটাও জানিয়ে রেখেছেন বিদায়ী কোচ।
‘আশা রাখব ফুল ফিট স্কোয়াড পাবে, সেজন্য তোমাকে গুডলাক। একটু ভাগ্যেরও প্রয়োজন হয়, সেই দোয়াও থাকবে। সতীর্থ হিসেবে দেখেছি তুমি সবসময় সেরাটা দিয়েছো। দলের গুরুত্বপূর্ণ সময়ে এক ইঞ্চিও ছাড় দিতে না, হোক সেটা ব্যাটিং বা ফিল্ডিং।'
কঠিন সময়ে সবাইকে পাশে পাবেন জানিয়ে গম্ভীরকে দ্রাবিড় আরও বলেন, 'তুমি ক্রিকেটারদের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারো। তোমাকে নিয়ে মানুষের অনেক প্রত্যাশা। তবে একটা কথা বলতে পারি, খারাপ সময়ে তুমি একা থাকবে না। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, ম্যানেজমেন্ট, সমর্থকরাও থাকবে। অনেক শুভেচ্ছা জানাই, আমি জানি ভারতের ক্রিকেটকে তুমি অনেক সাফল্য এনে দিবে।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।