ছক্কা মারতে গিয়ে ব্যাট ভাঙলেন অজি নারী ক্রিকেটার
ব্যাট ভাঙলেও ছক্কা হয়েছে ঠিকই।

ছক্কা মারতে গিয়ে ব্যাট ভাঙলেন অজি নারী ক্রিকেটার
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2023-10-22T15:20:52+06:00
আপডেট হয়েছে - 2023-10-22T15:20:52+06:00
Perth Scorchers Women vs Brisbane Heat Women
North Sydney Oval

Perth Scorchers Women
179/8 (20)

Brisbane Heat Women
229/7 (20)
Brisbane Heat Women won by 50 runs.
ম্যান অব দ্য ম্যাচ | Grace Harris (Australia) |
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে মেয়েদের টুর্নামেন্টে ঘটেছে চোখ কপালে তুলে দেওয়ার মত এক ঘটনা। ছক্কা মারতে গিয়ে ব্যাট ভেঙ্গে ফেলেছেন অস্ট্রেলিয়ার এক নারী ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে এই কান্ড। [এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল ]
ভাঙা ব্যাট হাতে হ্যারিস। ছবি : গেটি ইমেজস
বিগ ব্যাশে ব্রিসবেন হিট নারী দল ব্যাট করছিল পার্থ স্কর্চার্স নারী দলের বিপক্ষে। ব্রিসবেনের ইনিংসের ১৪তম ওভারের দ্বিতীয় বলটি করলেন পিইপা ক্লেয়ারি। সেই বলটিকে ব্যাট দিয়ে সজোরে আঘাত করেন ব্যাটার গ্রেস হ্যারিস। কিন্তু এ কী! বলের আঘাতে ব্যাটই যে গেল ভেঙ্গে!
৩৬ বলে ৬৪ রানে ব্যাট করতে থাকা হ্যারিসের ব্যাট সেই শট খেলার সময় ভেঙ্গেই যায়। ব্যাটের হাতলটা ধরে রেখেছিলেন হ্যারিস। ব্যাটের বাকি অংশ উড়ে গিয়ে পড়ে মিড উইকেটে। তবে বল গিয়েছে জায়গামতই। হ্যারিসের এমন শটে ছক্কা হয়ে সীমানার বাইরে চলে গিয়েছে বল।
হ্যারিসের এমন কান্ডে হাসির রোল বয়ে যায় ধারাভাষ্য কক্ষে। এছাড়া মাঠে থাকা বাকি ক্রিকেটাররা এবং হ্যারিস নিজেও বেশ মজা পান। সবাই মিলে ঘটনার তীব্রতায় খুশিতে হাসতে থাকেন।
ব্যাট ভাঙলেও দলকে ঠিকই ম্যাচটা জিতিয়েছেন গ্রেস হ্যারিস। আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২২৯ রানের সংগ্রহ দাঁড় করায় ব্রিসবেন হিট। এর মধ্যে হ্যারিস একাই করেছেন ১৩৬। ইনিংসজুড়ে আগ্রাসী ব্যাটিং করে মাত্র ৫৯ বলে ১৩৬ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেন হ্যারিস। মেয়েদের বিগ ব্যাশের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস।
হ্যারিস হাঁকিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। ছবি : গেটি ইমেজস
এই বিশাল রানের পাহাড় তাড়া করতে গিয়ে পেরে ওঠেনি পার্থ স্কর্চার্স। বেশ লড়াই করে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭৯ রানের সংগ্রহ দাঁড় করায় পার্থ স্কর্চার্স। ম্যাচটা ৫০ রানে জিতে যায় হ্যারিসের ব্রিসবেন।
বল হাতে ব্রিসবেনের হয়ে ৪ উইকেট নেন কোর্টনি গ্রেস সিপ্পেল। এছাড়া হ্যারিসও কম যাননি। ২১ রান খরচায় ১ উইকেট শিকার করেন তিনি। ম্যাচসেরার পুরস্কারটাও বাগিয়ে নিয়েছেন গ্রেস হ্যারিস।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।