টি-টেন লিগের আটজনের বিরুদ্ধে আইসিসির অভিযোগ, আছেন নাসিরও
তিনটি ধারা ভঙ্গ করেছেন নাসির।

টি-টেন লিগের আটজনের বিরুদ্ধে আইসিসির অভিযোগ, আছেন নাসিরও
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-09-19T17:06:29+06:00
আপডেট হয়েছে - 2023-09-19T17:06:29+06:00
টি-টেন লিগের সাথে সম্পৃক্ত আটজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে আইসিসি। বিভিন্ন ক্ষেত্রে এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অ্যান্টি-করাপশন কোড ভাঙ্গার দায়ে অভিযুক্ত হয়েছেন তারা। এর মধ্যে আছেন বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসেনও।
নাসির হোসেন। ছবি : গেটি ইমেজস
২০২১ সালের টি-টেন লিগের বিভিন্ন ম্যাচ দুর্নীতিগ্রস্ত করার অভিযোগ আছে ৮ জনের বিরুদ্ধে। এখানে ইসিবির পক্ষে অভিযোগ এনেছে আইসিসি। নানা সময়ে টুর্নামেন্টের দুর্নীতিদমন কমিশনকে সঠিক সময়ে তথ্য না দেওয়ার ফলে এখন কাঠগড়ায় ৮ জন।
যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে -
১। কৃষান কুমার চৌধুরী (একটি দলের সহ-মালিক) :
২.৪.৫, ২.৪.৬ এবং ২.৪.৭ ধারা ভেঙ্গেছেন তিনি। দুর্নীতিদমন কমিশনকে কোনো ঘটনার সঠিক তথ্য যথাসময়ে দেননি তিনি। এছাড়া দুর্নীতি সংক্রান্ত কোনো বিষয়ে পর্যাপ্ত তথ্য দিয়ে সহযোগিতা করেননি তিনি। দুর্নীতির তদন্ত সংক্রান্ত বিষয়ে বাধা দেওয়া বা দেরি করানোর অভিযোগও আছে এই ব্যক্তির বিরুদ্ধে।
২। পরাগ সাঙ্গভি (একটি দলের সহ-মালিক) :
২.২.১ এবং ২.৪.৬ ধারা ভেঙ্গেছেন পরাগ। ম্যাচের ফলাফল এবং অগ্রগতি সম্পর্কে বাজি ধরার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়া কর্তৃপক্ষকে তদন্তের বিষয়ে তথ্য দিয়ে সাহায্য না করার অভিযোগও আছে।
৩। আশার জাইদি (ব্যাটিং কোচ) :
২.১.১, ২.১.৪ এবং ২.৪.৪ ধারা ভঙ্গ করেছেন তিনি। লিগে ম্যাচের ফলাফল নিয়ে ফিক্সিং করা বা ফিক্সিং করার চেষ্টা করেছেন তিনি। কোনো ক্রিকেটারকে অবৈধভাবে সুযোগ সুবিধার লোভ দেখানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়া কর্তৃপক্ষকে তদন্তের ব্যাপারে তথ্য দিয়ে সাহায্য না করার অভিযোগও আছে।
৪। রিজওয়ান জাভেদ (ঘরোয়া ক্রিকেটার) :
সবচেয়ে বেশি পাঁচটি ধারা ভঙ্গ করেছেন তিনি। ২.১.১, ২.১.৩, ২.১.৪, ২.৪.৪ এবং ২.৪.৬ ধারা ভঙ্গ করেছেন রিজওয়ান। ফিক্সিংয়ের চেষ্টার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়া নিয়ম ভঙ্গ করলে কাউকে পুরস্কার দেওয়ার অভিযোগও আছে এই ক্রিকেটারের বিরুদ্ধে। কাউকে প্ররোচনা দেখানো, অনৈতিক কাজের লোভ দেখানোর অভিযোগও আনা হয়েছে রিজওয়ানের বিরুদ্ধে। এছাড়াও আছে সঠিক তথ্য প্রকাশ না করা এবং তদন্তে সাহায্য না করার অভিযোগ।
৫। সালিয়া সামান (ঘরোয়া ক্রিকেটার) :
২.১.১, ২.১.৩ এবং ২.১.৪ ধারা ভঙ্গ করেছেন এই ক্রিকেটার। ম্যাচ ফিক্সিং, কাউকে অনৈতিক উপহার এবং প্ররোচনা দেখানোর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
৬। সানি ঢিলন (সহকারী কোচ) :
২.১.১, ২.৪.৪ এবং ২.৪.৬ ধারা ভঙ্গ করার অভিযোগ আছে এই কোচের বিরুদ্ধে। ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়া পর্যাপ্ত তথ্য দিয়ে সাহায্য না করা এবং সঠিক সময়ে কর্তৃপক্ষকে সাহায্য না করার অভিযোগও আনা হয়েছে।
নাসির হোসেন। ছবি : গেটি ইমেজস
৭। নাসির হোসেন (বাংলাদেশি ক্রিকেটার) :
২.৪.৩, ২.৪.৪ এবং ২.৪.৬ ধারা ভঙ্গ করার অভিযোগ আছে বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে। একটি উপহার যার মূল্য প্রায় ৭৫০ মার্কিন ডলারের চেয়েও বেশি এমন জিনিসের রশিদ কর্তৃপক্ষকে দেখাতে না চাওয়ার অভিযোগ আছে নাসিরের বিরুদ্ধে। এছাড়াও পর্যাপ্ত তথ্য না দেওয়া এবং তদন্তে সাহায্য না করার অভিযোগও আনা হয়েছে নাসিরের বিরুদ্ধে।
৮। শাদাব আহমেদ (টিম ম্যানেজার) :
২.৪.৬ ধারা ভেঙ্গেছেন তিনি। তদন্তের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা না করার অভিযোগ আছে তার বিরুদ্ধে।
নাসির এবং শাদাব বাদে বাকি সবাইকে আপাতত সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সবাই ১৯ সেপ্টেম্বর থেকে ১৪ দিন সময় পাচ্ছেন অভিযোগের বিরুদ্ধে সাড়া দেওয়ার জন্য।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।