টি-টোয়েন্টির জয়ের ফায়দা টেস্টে লুটতে চান অ্যাডায়ার
টি-টোয়েন্টির জয়ের আত্মবিশ্বাস টেস্ট ম্যাচেও কাজে দিবে বলে বিশ্বাস অ্যাডায়ারের।

টি-টোয়েন্টির জয়ের ফায়দা টেস্টে লুটতে চান অ্যাডায়ার
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-03-31T23:08:18+06:00
আপডেট হয়েছে - 2023-03-31T23:08:18+06:00
অবশেষে দীর্ঘ বাংলাদেশ সফরে জয়ের মুখ দেখেছে আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটায় এসে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। সেই সাথে এড়িয়েছে হোয়াইটওয়াশও।
মার্ক অ্যাডায়ার। ছবিঃ গেটি ইমেজস
ওয়ানডে, টি-টোয়েন্টির লড়াই শেষে এবার টেস্টের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড। আগামী ৪ এপ্রিল সফরের একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হবে দুই দল। টি-টোয়েন্টির এমন স্বস্তির জয় টেস্টেও কাজে দিবে বলে বিশ্বাস করেন আইরিশ পেসার মার্ক অ্যাডায়ার।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অ্যাডায়ার বলেন, ‘দলের মধ্যে ভালো আবহাওয়া নিয়ে আসবে (এই ম্যাচের জয়)। অনুপ্রেরণা হয়ত পাওয়া যাবে না। তবে তারা কতটা ভালো দল তা সম্পর্কে আমাদের বেশ ভালো ধারণা হয়েছে। তারাও হয়ত আমরা কী করতে পারি তা সম্পর্কে ধারণা পেয়েছে (যখন তারা পারফর্ম করছে না)। আমি বলছি না যে তারা আজকে ভালো করেনি তাই টেস্টে আমরা একদম তাদেরকে গুঁড়িয়ে দিব। টেস্ট ম্যাচে অনেক উত্থানপতন হবে। আমাদের এসব বিষয়ে ধারণা রাখতে হবে। আর এভাবেই টেস্ট ক্রিকেটটা খেলতে হবে।’
পল স্টার্লিং। ছবিঃ গেটি ইমেজস
এছাড়া আইরিশদের অধিনায়ক পল স্টার্লিংও টেস্টে ভালো করার ব্যাপারে আশাবাদী। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্টার্লিং বলেন, ‘(টেস্ট ক্রিকেটে) আমাদের কয়েক বছর হয়েছে। সবাই বেশ রোমাঞ্চিত। যারা টেস্ট খেলবে তাদের জন্য শুভকামনা। এই ম্যাচের জয়টা টেস্টেও কাজে লাগবে।’
আগামী ৪ এপ্রিল ঢাকায় মাঠে গড়াবে দুই দলের মধ্যকার টেস্ট ম্যাচ। এর আগে ওয়ানডে সিরিজে ২-০ এবং টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।