টি-২০ র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে চারে বাবর

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-05-01T15:28:02+06:00
আপডেট হয়েছে - 2024-05-01T15:28:02+06:00
পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-২০ সিরিজের পর র্যাঙ্কিংয়ে এগিয়েছে পাকিস্তানের ব্যাটার বাবর আজম, ফখর জামান এবং ইমাদ ওয়াসিম। এক ধাপ এগিয়ে এখন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ব্যাটারদের র্যাঙ্কিংয়ে চারে আছেন ফখর জামান। কিউই ক্রিকেটারদের মধ্যে উন্নতি ঘটিয়েছেন টিম সেইফার্ট, মাইকেল ব্রেসওয়েল এবং বেন সিয়ার্স।
এ সিরিজের আগে বাবর আজম ছিলেন টি-২০ ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে। ২-২ সমতায় শেষ হওয়া এ সিরিজে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাবর। ৪ ইনিংসে ১২৫ রান করে তিনি অর্জন করেছেন ১০ রেটিং পয়েন্ট। ৭৬৩ রেটিং নিয়ে এখন বাবর আজম আছেন চারে। টপকে গিয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান এইডেন মারক্রামকে। মারক্রামের রেটিং ৭৫৫।
৭৮৪ রেটিং নিয়ে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের তিন নম্বর জায়গাটা ধরে রেখেছেন বাবরের সতীর্থ মোহাম্মদ রিজওয়ান।
এছাড়া ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ফখর জামান এবং টিম সেইফার্টের। সাত ধাপ এগিয়ে সেইফার্ট এখন আছেন ১৭ নম্বরে। ব্ল্যাকক্যাপসদের মধ্যে তার অবস্থান তৃতীয় সেরা। ফখর ১০ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৬২ নম্বরে।
সিরিজে ৮ উইকেট শিকার করে পেসার শাহীন আফ্রিদি উন্নতি ঘটিয়েছেন তিন ধাপ। বর্তমানে তার অবস্থান ১৪ নম্বরে যা পাকিস্তানের বোলারদের মধ্যে সেরা অবস্থান। এছাড়া নিউজিল্যান্ডের ব্রেসওয়েল ১৩ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে এবং বেন সিয়ার্স ২৯ ধাপ এগিয়ে আছেন ৬০ নম্বরে।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম। অবসর ভেঙে ফেরা এই ৩৫ বছর বয়সী অলরাউন্ডার ২ ইনিংস ব্যাট করে করেছেন ২৬ রান, ২ ইনিংসেই ছিলেন অপরাজিত। উইকেট নিয়েছেন একটি। ১০ ধাপ এগিয়ে তিনি এখন আছেন ২২ নম্বরে। এ র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আছেন সাকিব আল হাসান।