তাইজুল যথেষ্ট গুরুত্ব ও প্রাপ্য সম্মান পায় না : তামিম

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-10-21T22:13:17+06:00
আপডেট হয়েছে - 2024-10-21T22:13:17+06:00
বাংলাদেশি হওয়ার কারণে যথেষ্ট সম্মান ও গুরুত্ব পান না তাইজুল ইসলাম, এমন মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গেল ১০ বছরে তাইজুল বিশ্বের অন্যতম সেরা স্পিনার বলেও মন্তব্য করেছেন তামিম; একইসাথে আখ্যায়িত করেছেন বাংলাদেশ ক্রিকেটের অমূল্য সম্পদ বলে।
৩২ বছর বয়সী এই স্পিনারের ওয়ানডে দল থেকে বাদ পড়া ছিল রহস্যময়। তামিম যখন থেকে আর অধিনায়কত্বে নেই, তাইজুলও হয়ে পড়েন ব্রাত্য। বিপিএলের মতো আসরে তামিম ফরচুন বরিশালে তাইজুলকে ভেড়ানোয় অনেকে হাসাহাসি করেছিলেন, জানিয়েছিলেন তামিম নিজেই। রতনে রতন চেনে, মানিক চেনে সোনা। তামিমও যেন তাইজুলকে চিনতে ভুল করেননি।
একপর্যায়ে টেস্ট স্পেশালিস্ট তকমা লাগলেও সেই টেস্টেও তাইজুল নিয়মিত সুযোগ পাননি একাদশে। সাকিব আল হাসানের অবসর পরবর্তী প্রথম টেস্টেই যখন দ্রুততম বাংলাদেশি বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক গড়লেন, যেন আবেগাপ্লুত হয়ে পড়লেন তাইজুলের ঘনিষ্ঠ সিনিয়র তামিমও।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তামিম লিখেছেন, 'অভিনন্দন তাইজুল ইসলাম। ২০০ টেস্ট উইকেট মানে বাংলাদেশের বাস্তবতায় দারুণ এক অর্জন। ৪৮ টেস্ট খেলে ২০০ উইকেট নেওয়া মানে আরও বড় অর্জন। দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদেশের ক্রিকেটে যথেষ্ট গুরুত্ব ও প্রাপ্য সম্মান সে সবসময় পায় না। ধারাবাহিকভাবে পারফর্ম করেও নায়কের মর্যাদা সেভাবে অনেক সময় পায় না। তবু নিজের কাজটুকু করে গেছে, দিনের পর দিন, বছরের পর বছর।'
বাংলাদেশের অনেক অর্জনের কারিগর তাইজুল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টেও বল হাতে দারুণ করছেন। প্রথম দিন প্রোটিয়াদের যে ৬ উইকেট পড়েছে, তার ৫টি তাইজুল একাই শিকার করেছেন। ৩২ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারের কারণেই ১০৬ রানে অলআউট হয়েও জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
তবে তাইজুলকে নিয়ে মাতামাতি কম হয় দেখে হতাশা জানিয়ে তামিম লিখেছেন, ‘আমাদের দুর্ভাগ্য, বিশ্ব ক্রিকেটেও যথেষ্ট আলোচনা তাকে নিয়ে হয় না। অথচ অনেক গ্রেট বোলারের চেয়েও কম টেস্ট খেলে ২০০ উইকেট হয়ে গেল তার। বড় কোনো দলের ক্রিকেটার হলে হয়তো তাকে নিয়ে আলোচনা আরও বেশি হতো।’
তাইজুলকে গত ১০ বছরে বিশ্বের অন্যতম সেরা স্পিনার আখ্যা দিয়ে তামিম আরও জানান, ‘তার পরিসংখ্যান বলে, গত ১০ বছরে বিশ্ব ক্রিকেটের সেরা স্পিনারদের একজন সে। তার পারফরম্যান্স, একাগ্রতা ও নিবেদন বলে, বাংলাদেশ ক্রিকেটের জন্য সে অমূল্য এক সম্পদ। আবারও অভিনন্দন তাইজুল। পথের এখনো অনেক বাকি।’
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।